Digha-Puri: ঝড়ের মধ্যে দিঘা, পুরীর টিকিট কাটা আছে নাকি? দেখুন কী বলছে রেল
Digha-Puri: বেশ কিছু ট্রেনের সময়সূচিও বদলে যাচ্ছে। সেই বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে। যাত্রাপথেও বদল হচ্ছে। তালিকায় ছিল ২৫ তারিখের ২২৮৯০ পুরী-দিঘা সাপ্তাহিক এক্সপ্রেস। রয়েছে ২২৮৮৯ পুরী-দিঘা সাপ্তাহিক এক্সপ্রেসও।
হাওড়া: সময় যত গড়াচ্ছে ভয় ততই বাড়ছে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের পূর্বাভাস আসতে আসতেই তৎপর ভারতীয় রেল। ইতিমধ্যেই হাওড়া, শিয়ালদহ শাখায় বাতিল হয়েছে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন। শনিবারই বিজ্ঞপ্তি দিয়েছে পূর্ব রেল। এবার একাধিক ট্রেন বাতিল হয়ে গেল দক্ষিণ-পূর্ব রেলেও। দিঘা, পুরীগামী অনেক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি।
এদিন বাতিল হয়েছে…
২২৮৯৭ হাওড়া-দিঘা কান্ডারি এক্সপ্রেস।
০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু স্পেশ্যাল।
০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা স্পেশ্যাল।
০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া স্পেশ্যাল।
০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু স্পেশ্যাল।
২২৮৯৮ দিঘা-হাওড়া কান্ডারি এক্সপ্রেস।
একইসঙ্গে বেশ কিছু ট্রেনের সময়সূচিও বদলে যাচ্ছে। সেই বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে। যাত্রাপথেও বদল হচ্ছে। তালিকায় ছিল ২৫ তারিখের ২২৮৯০ পুরী-দিঘা সাপ্তাহিক এক্সপ্রেস। রয়েছে ২২৮৮৯ পুরী-দিঘা সাপ্তাহিক এক্সপ্রেসও।
এদিকে রেমালের হাত থেকে দিঘাকে বাঁচাতে তৎপর প্রশাসন। সমুদ্র স্নানে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। একদিন আগে থেকেই কাউকে আর সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। রবিবার সকাল থেকেও সকলকে সতর্ক করতে করা হচ্ছে লাগাতার মাইকিং। ইতিমধ্যে জেলা সদর তমলুক জেলা শাসক অফিসে খোলা হয়েছে ২৪ ঘন্টার জন্য কন্ট্রোল রুম। এছাড়াও জেলার ২৫টি বিডিও অফিসেই রাখা হয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর। একটানা চলছে নজরদারি।