Vande Bharat Express: VIDEO: হাওড়া স্টেশনে হুলুস্থূল, চলন্ত ‘বন্দে ভারতে’ উঠতে গিয়ে নীচে চলে গেল পা…
Vande Bharat Express: মঙ্গলবার সকালে সেই সেমি বুলেট ট্রেন সূচি মেনেই হাওড়া স্টেশন থেকে রওনা হচ্ছিল পুরীর দিকে। ঘড়িতে তখন ৬টা ১০ মিনিট। সেই সময়েই ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা।
হাওড়া: জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এমন উদাহরণ কম নেই। একটু অসতর্ক হলেই ট্রেনের চাকায় ছিন্নভিন্ন হয়ে যেতে পারে গোটা শরীর। বাঁচার প্রায় কোনও সম্ভাবনাই থাকে না। তারপরও সেই একই ঘটনা। উচ্চগতির বন্দে ভারত ট্রেন তখন সবেমাত্র স্টেশন ছেড়েছে, আর লাগেজ কাঁধে সেই চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। কর্তব্যরত আরপিএফ অফিসার যদি দৃশ্যটা ঠিক সময় দেখতে না পেতেন, তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারত ওই ব্যক্তির। তবে অফিসারের সতর্কতায় রক্ষা পেলেন ওই যাত্রী।
বন্দে ভারত এক্সপ্রেসের গতি যে অন্যান্য সাধারণ ট্রেনের তুলনায় বেশি, সে কথা সবারই জানা। মঙ্গলবার সকালে সেই সেমি বুলেট ট্রেন সূচি মেনেই হাওড়া স্টেশন থেকে রওনা হচ্ছিল পুরীর দিকে। ঘড়িতে তখন ৬টা ১০ মিনিট। প্লাটফর্ম ছেড়ে ট্রেন আস্তে আস্তে গতি তুলছে। আচমকা এক ব্যক্তিকে দেখা যায়, সেই ট্রেনে ওঠার চেষ্টা করছেন। মুহূর্তে পা পিছলে তিনি কার্যত আটকে যান প্লাটফর্ম আর ট্রেনের মাঝে। প্লাটফর্মে অপেক্ষমান এক যাত্রীর মোবাইলে বন্দি হয়েছে সেই ঘটনার ভিডিয়ো।
দায়িত্বে থাকা আরপিএফ অফিসার বিনোদ কুমার চৌধুরী সোজা ছুটে যান ট্রেনের কাছে। ওই ব্যক্তির ব্যাগ ধরে টানতে থাকেন তিনি। এরপর যাত্রীকে প্লাটফর্মে তোলা সম্ভব হয়। সামান্য আঘাত পেয়েছেন ওই ব্যক্তি। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে আরপিএফ। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। রেলের আধিকারিকরা বলছেন, ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠার ব্যাপারে রেলের তরফে বারবার যাত্রীদের সতর্ক করা হচ্ছে, তা সত্ত্বেও একশ্রেনির যাত্রীদের হুঁশ ফিরছে না। তাতেই দুর্ঘটনা বাড়ছে। এ ব্যাপারে উদ্বিগ্ন রেল কর্তৃপক্ষ।