Howrah Station: বীভৎস! হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের মাথায় যুবক, সেকেন্ডেই ঝলসে গেলেন
Howrah Station: জানা গিয়েছে, গত শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৭ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল যশবন্তপুর এক্সপ্রেস। সঙ্গে সঙ্গে তিনি হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হন। জ্বলে যায় সমগ্র শরীর।
হাওড়া: হইহই কাণ্ড হাওড়া স্টেশনে। এক্সপ্রেসের মাথায় আচমকাই চড়লেন ব্যক্তি। মুহূর্তে হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পষ্ট হন তিনি। দাউদাউ করে জ্বলে গেল গোটা শরীর। তুমুল চাঞ্চল্য স্টেশনে। তবে সবার সামনে কীভাবে সে ট্রেনের ছাদে উঠল এখনো তা পরিষ্কার নয়।
জানা গিয়েছে, গত শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৭ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল যশবন্তপুর এক্সপ্রেস। সঙ্গে সঙ্গে তিনি হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হন। জ্বলে যায় সমগ্র শরীর। সঙ্গে সঙ্গে কর্তব্যরত আরপিএফ জওয়ানরা ছুটে আসেন। দ্রুত উদ্ধার করে তাঁকে হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
রেল সূত্রে খবর, ওই ব্যক্তির নাম শম্ভু কুমার যাদব (৩৭)। ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা। খবর পেয়ে বাড়ির লোকজন এসে তাঁকে অ্যাম্বুলেন্সে বোকারো নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে। প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। রেলের আধিকারিকদের কথায়, হাওড়া স্টেশনে যথেষ্ঠ সিসিটিভি রয়েছে। কিন্তু তারপরও কেউ কেউ লুকিয়ে যদি ট্রেনের মাথায় উঠে পড়েন তাহলে আর কিছু করার থাকে না।