AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Elections 2023: তৃণমূল যুব নেতার বাড়িতে বোমা মারার অভিযোগ, কাঠগড়ায় CPM

Uluberia Bombing: তৃণমূলের (TMC) অভিযোগ, বুধবার রাতে যুব নেতা খোকন মণ্ডল গ্রামে-গ্রামে প্রচারে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় সিপিএমের কিছু লোক তাদের বাধা দেয়। এরপর সময় তাঁদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ গিয়ে বিষয়টি মিটিয়ে দেয়।

Panchayat Elections 2023: তৃণমূল যুব নেতার বাড়িতে বোমা মারার অভিযোগ, কাঠগড়ায় CPM
উলুবেরিয়ায় বোমা (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 11:02 AM
Share

উলুবেড়িয়া: পঞ্চায়েত ভোট ঘিরে উত্তেজনা চরমে। এবার তৃণমূল যুবনেতার বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল সিপিএম-এর (CPM) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার (Uluberia) দুই ব্লকের শ্রীরামপুরের ঘটনা।

তৃণমূলের (TMC) অভিযোগ, বুধবার রাতে যুব নেতা খোকন মণ্ডল গ্রামে-গ্রামে প্রচারে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় সিপিএমের কিছু লোক তাদের বাধা দেয়। এরপর সময় তাঁদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ গিয়ে বিষয়টি মিটিয়ে দেয়।

বৃহস্পতিবার সকালে সিপিএমের দুষ্কৃতীরা খোকন মণ্ডলের বাড়িতে বোমাবাজি ও হামলা করে বলে অভিযোগ। যদিও এই ঘটনাটি অস্বীকার করে সিপিএম। তাঁদের বক্তব্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য ঘটনা ঘটেছে। এই বিষয়ে খোকন মণ্ডল বলেন, “এখানে অনেকদিন ধরেই তৃণমূল জিতে আসছে। এলাকার কয়েকজন ছেলে এই অরাজকতা তৈরি করছে। প্রশাসন দেখে গিয়েছে।” অপরদিকে, আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা ঘুমোচ্ছিলাম। সেই সময় আচমকা বোমা ফেলতে শুরু করে। আমারা ভয় পেয়ে রয়েছি। পুলিশ এসেছিল। নাসিম খানের লোকজন এই কাজ করেছে।” উলুবেড়িয়ার সিপিএম নেতা সাবির মোল্লা বলেন, “যাঁর নামে অভিযোগ করছে উনি আমাদের প্রার্থী। ৩৪ বছর ক্ষমতায় থাকার সময় এমন কোনও অভিযোগ ওঠেনি। ওদের গোষ্ঠী দ্বন্দ্বের জন্যই বোমাবাজি।”