IIEST Protest: জোগাড় হয়নি মেয়ের চিৎসার খরচ, শোকে আত্মঘাতী আইআইইএসটি-র অবসরপ্রাপ্ত কর্মী

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 20, 2021 | 7:53 PM

Howrah: দীর্ঘ সতেরো দিন ধরে তিন দফা দাবি নিয়ে বিক্ষোভ চালাচ্ছিলেন এই কর্মীরা।

IIEST Protest: জোগাড় হয়নি মেয়ের চিৎসার খরচ, শোকে আত্মঘাতী আইআইইএসটি-র অবসরপ্রাপ্ত কর্মী
বিক্ষোভে সামিল আন্দোলনরত কর্মীরা (নিজস্ব ছবি)

Follow Us

শিবপুর: বিগত সতেরো দিন ধরে একটানা আইআইইএসটি-তে (IIEST)চলছে বিক্ষোভ। সেই আগুনেই এবার যেন পড়ল ঘি। আত্মঘাতী হলেন অবসরপ্রাপ্ত মেসকর্মী। আর এই খবর পাওয়া মাত্রই প্রতিবাদে নামে এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

মৃতের নাম ধনেশ্বর নায়েক। তিনি শিবপুরের কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মী। রবিবার রাতে মেয়ের চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হয় তাঁর। কিন্তু হাজারো চেষ্টা করে মেলেনি সেই অর্থ। মেয়ের অস্ত্রপচারের জন্য প্রয়োজন ছিল প্রায় ৩৪ হাজার টাকা। জোগাড় হয় টাকা।

সেই শোক সহ্য করতে না পেরেই এই রকম মর্মান্তির সিন্ধান্ত নেন ওই পৌঢ়। এরপর আজ দুপুরে খবর পাওয়ার পরেই প্রতিবাদে নামে এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। একটি মিছিল করে আইআইইএসটির ভিতরে ডিরেক্টরের বাংলো প্রদক্ষিণ করার পাশাপাশি বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তারা।

এই ঘটনায় এক কর্মচারী বলেন, “দীর্ঘ সতেরো দিন ধরে তিন দফা দাবি নিয়ে চলছে আমাদের বিক্ষোভ। তার মধ্যে রয়েছে প্রমোশন, ছাত্রাবাস কর্মচারীদের স্থায়ীকরণ,পেনশন সমস্যা। আজকে প্রায় আট বছর কেন্দ্রীয় প্রতিষ্ঠান হয়ে যাওয়ার পরও এই সমস্যাগুলিৎ সমাধান আমাদের হয়নি। এর আগের দিন ডিরেক্টর জানিয়েছিলেন যে সোমবার প্রতিনিধি দল দিল্লিতে পাঠিয়ে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। তারপর কী সিদ্ধান্ত নেওয়া হয় তা আপনাদের জানাব। কিন্তু কোথায় কী? আমাদের এখনও অবধি কিছুই জানানো হল না। উপরন্তু ডিরেক্টর এখন অফিসেই আর আসছেন না।” এরপর তিনি আরও বলেন, ” একবছর আগে আমদের সহকর্মী ধনেশ্বর নায়েক অবসর নেন। মেয়ের চিৎসার খরচ জোগাড় করতে না পেরে তিনি আত্মহত্যা করেন। ডিরেক্টর নিজে এসি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অথচ কর্মচারীদের ঠেলে দিচ্ছেন মৃত্যুর মুখে। আমদের এই দাবি যদি পূরণ না হয়ে তাহলে ভবিষ্যতে আন্দোলন আরও সর্বাত্ম হবে। ”

প্রসঙ্গত, দীর্ঘ ১৭দিন ধরে বিভিন্ন দাবি নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলো এই সংগঠন। তার মধ্যে অন্যতম দাবি ছিল অবিলম্বে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন চালু করতে হবে। এদিনের, ঘটনার পরই তাই বিক্ষোভ উত্তাল হলো আইআইইএসটি চত্বর। অবিলম্বে দাবী-দাওয়া মানা না হলে আগামীদিনে সর্বাত্মক আন্দলোনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন: Kharagpur: ভেঙেছে বাম হাত, ডাক্তার কেটে বাদ দিলেন ডান হাত!

আরও পড়ুন: Women Missing: রাজমিস্ত্রির প্রেমে মজে বালির দুই বৌ পালাল মুম্বইয়ে! অবশেষে রহস্যের কিনারা

Next Article