AMTA Student Death: আনিস খানের মৃত্যুতে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ

| Edited By: | Updated on: Feb 21, 2022 | 10:53 PM

Anis Khan Death: আনিসের পরিবারের লোকজন দাবি করেছেন, আমতা থানার একজন পুলিশ আধিকারিক এবং তিনজন সিভিক ভলান্টিয়ার এই ঘটনায় যুক্ত।

AMTA Student Death: আনিস খানের মৃত্যুতে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ
যুব ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যু (গ্রাফিক্স: অভীক দেবনাথ)

ছাত্রনেতা আনিস খান মৃত্যুতে একদিন পার। তবুও অধরা অভিযুক্তরা। এদিকে তাঁর মৃত্যুতে তোলপাড় রাজ্য। এবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। রহস্যজনক মৃত্যুর কারণ জানতে স্বতঃপ্রণোদিত মামলা নিক আদালত। এই দাবিতে বিচারপতির এজলাসে আবেদন কৌস্তভ বাগচির। আনিস মৃত্যু রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। আনিসের পরিবারের লোকজন দাবি করেছেন, আমতা থানার একজন পুলিশ আধিকারিক এবং তিনজন সিভিক ভলান্টিয়ার এই ঘটনায় যুক্ত। এদিকে, হাওড়ার গ্রামীণ পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় পুলিশের কেউ জড়িত নন। তাহলে প্রশ্ন, পুলিশের বেশে কি তবে অন্য কেউ এসেছিল? রবিবার থেকেই দফায়-দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল আমতা। যুব ছাত্রনেতার মৃত্যুতে গোটা গ্রামে ক্ষোভ তৈরি হয়। হাজার-হাজার গ্রামবাসীকে এদিন পথে বেরিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। আনিসের বাড়িতে যান রাজনৈতিক থেকে বুদ্ধিজীবীদের একাংশ।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 21 Feb 2022 09:29 PM (IST)

    মমতার ‘ফেভারিট ছেলে’ আনিস! রাজনীতির দড়ি টানাটানি মৃত ছাত্রনেতাকে ঘিরে

    আনিস তুমি কার? আমতার ছাত্রনেতার মৃত্যু (Anis Khan Death) রহস্যের সঙ্গে সমান্তরালভাবে আরও একটি রহস্য ঘনীভূত হচ্ছে। তা হল আনিসের রাজনৈতিক পরিচয় নিয়ে। আনিসের সঙ্গে কোন শিবিরের ঘনিষ্ঠতা বেশি! সেটাই যেন প্রমাণ করার চেষ্টায় লেগে পড়েছে সব রাজনৈতিক দলগুলি। বামেদের দাবি, মৃত্য ছাত্রনেতা তাদের সংগঠনের সদস্য ছিলেন। আইএসএফ আবার বলছে, আনিস তাদের দলের লোক। পিছিয়ে নেই কংগ্রেসও। তাদের বক্তব্য, আনিস নাকি তাঁদের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের সদস্য ছিল। এখন আবার মৃত ছাত্রনেতা আনিস খানকে তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজনীতির দড়ি টানাটানি চলছে আনিসকে ঘিরে। আর এখন বঙ্গীয় রাজনীতিতে লাখ টাকার প্রশ্ন একটাই! আনিস… তুমি কার?

    বিস্তারিত পড়ুন : মমতার ‘ফেভারিট ছেলে’ আনিস! রাজনীতির দড়ি টানাটানি মৃত ছাত্রনেতাকে ঘিরে

  • 21 Feb 2022 07:41 PM (IST)

    আনিসের বিরুদ্ধে পকসো! পুরানো ৪ মামলাকেই ঢাল করছে পুলিশ?

    পুলিশের তরফে জানানো হয়েছে, ২০১৭ সালে বাগনান থানায় পকসো আইনে মামলা করা হয়েছিল মৃত আনিস খানের বিরুদ্ধে। এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এর পাশাপাশি, ২০১৪ সালে এবং ২০২১ সালেও আমতা থানায় মামলা হয়েছিল আনিসের বিরুদ্ধে। এমনটাই দাবি পুলিশের। তাহলে কি এবার আনিস খানের বিরুদ্ধে পুরানো মামলাগুলিকেই অস্ত্র করা চেষ্টা করছে পুলিশ? এমন প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

    বিস্তারিত পড়ুন : AMTA Student Death: আনিসের বিরুদ্ধে পকসো! পুরানো ৪ মামলাকেই ঢাল করছে পুলিশ?

  • 21 Feb 2022 07:17 PM (IST)

    সিট যথেষ্ট নয়! আনিস খুনে সিবিআই তদন্তের দাবি জানালেন দিলীপ ঘোষ

    বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, সিট তদন্ত যথেষ্ট নয়। এই ঘটনার আসল কারণ জানতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। পুরুলিয়া পুরভোটের প্রচারে গিয়ে এই দাবি জানিয়েছেন তিনি।

    বিস্তারিত পড়ুন: AMTA Student Death: সিট যথেষ্ট নয়! আনিস খুনে সিবিআই তদন্তের দাবি জানালেন দিলীপ ঘোষ

  • 21 Feb 2022 03:22 PM (IST)

    আনিস রহস্যমৃত্যুতে স্বতঃপ্রণোদিতভাবে মামলা হাইকোর্টে

    আনিস রহস্য মৃত্য়ুতে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করল হাইকোর্ট। বুধবারের মধ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে আদালত। রাজ্যের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। আনিস মৃত্যুরহস্য ক্রমেই জটিল হচ্ছে। এক ছাত্রনেতা, তাঁর যেভাবে মৃত্যু হয়েছে, এই ঘটনায় যে রহস্য রয়েছে, তাতে গুরুত্ব দিতে চাইছে আদালত।

    বিস্তারিত পড়ুন: AMTA Student Death: আনিস রহস্যমৃত্যুতে স্বতঃপ্রণোদিতভাবে মামলা হাইকোর্টে

  • 21 Feb 2022 01:40 PM (IST)

    ‘আগে বিচার, চাকরি আমার মাথায় রইল’, ‘দিদির’ প্রস্তাবে সাফ জবাব আনিসের বাবার

    Howrah

    আনিস খানের বাড়িতে তদন্তকারী দল(নিজস্ব ছবি)

    আগে বিচার, পরে চাকরি। ‘সরকার’-এর চাকরির প্রস্তাবে সাফ জবাব ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খানের। ছেলের খুনের বিচার চাই। দোষীদের যোগ্য শাস্তি চাই। তারপর চাকরির কথা ভাববেন। স্পষ্ট করলেন ছাত্রনেতার বাবা। আনিস খানের বাবার কথায়, “দিদি একটা চাকরির প্রস্তাব দিয়েছিলেন। দিদিকে এই কথাটাই বলব, চাকরি তোলা রইল আমার মাথার ওপর। কিন্তু আমার ছেলের খুনের বিচার আপনি যখন করে দেবেন, দোষীদের শাস্তি দেবেন, সেই দিন আপনার চাকরিটা নেব।” আনিসের বাড়িতে সোমবার সকালে তদন্তকারী আধিকারিকরা যান। ছাত্রনেতার বাড়িতে ডিএসপি সুব্রত ভৌমিক। ছাত্রনেতা আনিসের বাড়িতে ডিএসপি-র নেতৃত্বে প্রতিনিধি দল যায়।

  • 21 Feb 2022 01:36 PM (IST)

    ‘স্বতঃপ্রণোদিত মামলা নিক আদালত’, আনিস রহস্যমৃত্যুতে এবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ

    আনিস হত্যাকাণ্ডে তোলপাড় রাজ্য। আমতার ছাত্র নেতা রহস্যমৃত্যুতে এবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। রহস্যজনক মৃত্যুর কারণ কী? স্বতঃপ্রণোদিত মামলা নিক আদালত। এই দাবিতে বিচারপতির এজলাসে আবেদন কৌস্তভ বাগচির। আনিস মৃত্যু রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। আনিসের পরিবারের লোকজন দাবি করেন, আমতা থানার একজন পুলিশ আধিকারিক এবং তিনজন সিভিক ভলান্টিয়ার এই ঘটনায় যুক্ত। এদিকে, হাওড়ার গ্রামীণ পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় পুলিশের কেউ জড়িত নন। তাহলে প্রশ্ন, পুলিশের বেশে কি তবে অন্য কেউ এসেছিল?

    বিস্তারিত পড়ুন: Anis Khan Murder: ‘স্বতঃপ্রণোদিত মামলা নিক আদালত’, আনিস রহস্যমৃত্যুতে এবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ

  • 21 Feb 2022 01:35 PM (IST)

    আনিস রহস্য-মৃত্যুতে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ

    আনিস খানের পরিবারের সঙ্গে কথা বলতে চান মুখ্যমন্ত্রী। সোমবার সকালেই মন্ত্রী পুলক রায় আনিসের আমতার বাড়িতে যান দেখা করতে। আনিসের বাবা ও দাদার সঙ্গে কথা বলেন তিনি। একটি ঘরে একান্তে কথা বলেন তাঁরা। মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, ঘটনার পুলিশি তদন্ত হবে। মুখ্যমন্ত্রী আনিসের পরিবারের কাছ থেকে দেখা করার জন্য সময় চেয়েছেন বলেও জানান মন্ত্রী। তারপরই আনিসের বাবা সেলিম খান বলেন, “মন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সময় চেয়েছেন কথা বলার জন্য।”

    বিস্তারিত পড়ুন: Anis Khan Murder: আনিস রহস্য-মৃত্যুতে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ

Published On - Feb 21,2022 1:29 PM

Follow Us: