Train Accident: কী কারণে লাইনচ্যুত শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস? গঠিত হল তদন্ত কমিটি
Train Accident: উল্লেখ্য, শনিবার হাওড়ার নলপুরের কাছে সাতসকালেই বেলাইন ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। বড়সড় ক্ষতি না হলেও প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। লাইনচ্যুত হওয়ার সম্ভাব্য কারণ হিসাবে বেশ কিছু জিনিস ভাবাচ্ছে দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকদের
হাওড়া: নলপুর ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বাহানাগার ছায়া? এই ঘটনায় রিলে রুমকে তদন্তের মধ্যে রাখা হচ্ছে। যেহেতু ক্রসিং পয়েন্টে ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে,সেই কারণেই রিলে রুমের দায়িত্বপ্রাপ্ত রেল আধিকারিক এবং কর্মীদের তদন্তের মধ্যে নিয়ে আসা হচ্ছে।
বাহানাগার ভয়াবহ রেল বিপর্যয়ের এই রিলে রুমেই যাবতীয় বিপত্তির প্রমাণ পাওয়া গিয়েছিল। রেলসূত্রে খবর, সেই কারণেই রিলে রুমের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গঠিত হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। কী কারণে এই ঘটনা? আগামী দশ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেবে সংশ্লিষ্ট তদন্ত কমিটি। এ দিকে, এই ঘটনায় বাতিল হয়েছে হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস।
উল্লেখ্য, শনিবার হাওড়ার নলপুরের কাছে সাতসকালেই বেলাইন ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। বড়সড় ক্ষতি না হলেও প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। লাইনচ্যুত হওয়ার সম্ভাব্য কারণ হিসাবে বেশ কিছু জিনিস ভাবাচ্ছে দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকদের। ট্রেনটি ডাউন মেন লাইন থেকে মিডল লাইনে উঠছিল। এই ক্রসিং পয়েন্টে কোনও বিভ্রাট হয়ে থাকতে পারে বলে মনে করছেন রেলের টেকনিক্যাল বিভাগের কর্তারা।