Hilsa: বাংলায় ঢুকল পদ্মার ইলিশ, শেখ হাসিনার ভারত সফরের প্রথমদিনেই খুশির খবর

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Sep 05, 2022 | 9:06 PM

Bangladesh: ২০১২ সালে বাংলাদেশ সরকার ইলিশ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকে কলকাতার বাজারে পদ্মার ইলিশ আসা একপ্রকার বন্ধই ছিল।

Hilsa: বাংলায় ঢুকল পদ্মার ইলিশ, শেখ হাসিনার ভারত সফরের প্রথমদিনেই খুশির খবর
পেট্রাপোলে পৌঁছল ইলিশ। নিজস্ব চিত্র।

Follow Us

উত্তর ২৪ পরগনা ও হাওড়া: চারদিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর ভারত সফরের প্রথমদিনই এপার বাংলায় এসে পৌঁছল ওপার বাংলার ‘উপহার’। সোমবার এ রাজ্যে এসে পৌঁছল পদ্মার ইলিশ। এমনিতেই ইলিশের নামে জিভে জল চলে আসে খাদ্যরসিকদের। তার উপর সেই রুপোলি শস্য যদি হয় পদ্মার, তা হলে তো আর কথাই নেই। ভাপা হোক বা ভেজে, ইলিশের পিসখানা পাতে পড়লেই মুহূর্তে সাবাড়। সোমবার সন্ধ্যায় বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পেটি বোঝাই ইলিশ মাছ এসে পৌঁছেছে। অর্থাৎ মঙ্গলের সকালেই বাজারে বাজারে চোখ ধাঁধানো ইলিশের পসরা নজরে আসার অপেক্ষা।

এশিয়ার সবথেকে বড় স্থলবন্দর পেট্রাপোলের কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট ফিরোজ মণ্ডল বলেন, “আজকে প্রথমে একটা গাড়িতে ৪ টন ইলিশ এসেছে। ২ ঘণ্টা পর আরও একটা গাড়ি ঢুকবে। তাতেও ৪ টন আছে। মোট আজ ৮ টন ভারতে আসার কথা আছে। এবার ৪৯টি লাইসেন্সের আবেদন করা হয়েছে। প্রতি লাইসেন্স পিছু ৫০ টন। সেইমতে ২৪৫০ টনের কাছাকাছি আসবে। যা শুনছি মঙ্গলবারও আরও লাইসেন্স বেরোবে। ২-৩দিনের মধ্যে মার্কেটে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে।”

২০১২ সালে বাংলাদেশ সরকার ইলিশ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপর থেকে কলকাতার বাজারে পদ্মার ইলিশ আসা একপ্রকার বন্ধই ছিল। সমুদ্রের ইলিশ পেলেও পদ্মার ইলিশ সে অর্থে চেখে দেখার সুযোগই মেলেনি বেশ কয়েক বছর। যদিও গত তিন চার বছর ধরে দুর্গাপুজোর আগে ভারতে ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছে শেখ হাসিনার সরকারের বাণিজ্যমন্ত্রক। এরপরই রবিবার ফিশ ইমপোর্টস অ্যাসোসিয়েশনে সে দেশ থেকে চিঠি আসে।

এ বছরে ২৪৫০ মেট্রিক টন বাংলাদেশের ইলিশ আমদানির অনুমতি মিলেছে। আগামী ৩০ সেপ্টেম্বর মহাপঞ্চমী। তার আগেই সম্পূর্ণ মাছ আমদানি হয়ে যাবে। সোমবার যে ইলিশ ভারতে পৌঁছল, মঙ্গলবার তার ১০০ থেকে ১৫০ মেট্রিক টন ইলিশ মাছ হাওড়া পাইকারি মাছ বাজারে ঢোকার কথা। তারপর প্রত্যেকদিনই এই পরিমাণ মাছ সেখানে পৌঁছবে। সোমবার রাতেই ভারতীয় ট্রাকে উঠে সেই মাছ বেরিয়ে পড়বে কলকাতার কোলে মার্কেট, পাতিপুকুর, বৈঠকখানা বাজার কিংবা বিভিন্ন জেলার পাইকারি বাজারের পথে।

ফিশ ইমপোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ জানান, বাংলাদেশ সরকার এখনও ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। তবে এবারের ইলিশ রফতানি বিশেষ নির্দেশের কারণে আসছে। তিনি জানান, বাংলাদেশ সরকার পুরোপুরি সেই নিষেধাজ্ঞা তুলে নিক, সেটাই কাম্য। তাহলে বছরভরই পদ্মার ইলিশ এসে পৌঁছবে ভারতে।

Next Article