হাওড়া: বছরখানেকের মধ্যেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা (Metro Rail)। হাওড়া ময়দান বা বঙ্গবাসীতে যে মেট্রো স্টেশন তৈরি হচ্ছে তার কাজও প্রায় শেষের দিকে। হাওড়া জনবহুল শহর। ফলে এখানে মেট্রো পরিষেবা চালু হলে নিত্যযাত্রীর সমাগমও বাড়বে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে হাওড়া ময়দান (Howrah Maidan) এলাকায় কোথায় পার্কিং লট হবে, কোথায় বসবে স্টল, নিকাশি ব্যবস্থাই বা কী হবে সমস্ত কিছু নিয়ে মঙ্গলবার মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে একপ্রস্থ বৈঠক করল হাওড়া পুর এলাকার জেলা প্রশাসন। বৈঠকে ছিলেন সদরের মহকুমাশাসক, হাওড়া পুরসভা ও হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
সূত্রের খবর, এদিনের বৈঠকে ঠিক হয়েছে, হাওড়া ময়দানের বঙ্গবাসী মোড়ে যেখানে মেট্রো স্টেশনটি তৈরি হচ্ছে, সেখানে থাকা বাসস্ট্যান্ড অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। বঙ্কিম সেতুর নীচে থাকা কলকাতাগামী বিভিন্ন রুটের বাসকে সরানোরও পরিকল্পনা নেওয়া হচ্ছে। যে বাসগুলি এখানে দাঁড়ায়, অস্থায়ীভাবে সেই বাসগুলিকে হাওড়া ময়দানের অদূরে ফাঁসিতলার মোড় ছাড়িয়ে বাঙালবাবুর ব্রিজের কাছে রাখার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। পরে সেখানেই স্থায়ী বাসস্ট্যান্ড তৈরি করা হবে।
সূত্রের দাবি, বঙ্গবাসী এলাকায় মেট্রো স্টেশনের সামনে টোটো ও অটোর স্ট্যান্ডও তৈরি করার কথাও ভাবছে জেলা প্রশাসন। মেট্রো যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা ভেবেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি বাইক পার্কিং নিয়েও আলাদা করে ভাবা হচ্ছে। বঙ্গবাসী চত্বরে প্রচুর ছোট দোকান রয়েছে। মেট্রোর কাজের জন্য সেই দোকান বা স্টলগুলিকে ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পুনরায় সেই স্টলগুলি কোথায়, কীভাবে বসানো হবে তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়।
আরও পড়ুন: CPIM party congress: নতুন মুখেই কি ভরসা, কান্নুরে পার্টি কংগ্রেসেই উত্তরের খোঁজ সিপিএমের
আরও পড়ুন: Babul Suprio on CBI: ‘শুনছি অনেক কিছুই…’, সিবিআই-ইডি নিয়ে ভয় পাচ্ছেন বাবুল? না কি ভোটের কৌশল?