Suman Kanjilal: ‘সুমন-আগুনে পুড়ে ছারখার হবে তৃণমূল’, সৌরভের ফেসবুক পোস্টের পরই কটাক্ষ বিজেপির

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 11, 2023 | 12:29 AM

সম্প্রতি সৌরভ চক্রবর্তী ফেসবুকে রবীন্দ্র সঙ্গীতের দুটি লাইন তুলে ধরে একটি পোস্ট করেছেন। যেখানে লেখা রয়েছে, "শুধু আসা যাওয়া/ শুধু স্রোতে ভাসা।"

Suman Kanjilal: সুমন-আগুনে পুড়ে ছারখার হবে তৃণমূল, সৌরভের ফেসবুক পোস্টের পরই কটাক্ষ বিজেপির
সুমন কাঞ্জিলাল

Follow Us

জলপাইগুড়ি: পদ্ম প্রতীকে জিতলেও সম্প্রতি ঘাস-ফুল শিবিরে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তার ‘পুরস্কার’ হিসাবে তাঁকে জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হয়েছে। তারপরই সদ্য প্রাক্তন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর একটি ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে এবার তোপ দাগলেন জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। সুমন কাঞ্জিলালকে ‘বেইমান’, ‘বিশ্বাসঘাতক’ তকমা দিলেন তিনি। একইসঙ্গে তৃণমূলের প্রতি বিজেপি জেলা সভাপতির সতর্কবার্তা, “যে বেইমান, বিশ্বাসঘাতককে দলে নিয়েছে, সেই সুমন কাঞ্জিলালের আগুনে পুড়ে ছারখার হবেন সৌরভ চক্রবর্তী, মৃদুল গোস্বামীরা। পুড়ে ছাই হবে তৃণমূল।”

পদ্ম প্রতীকে জিতে তৃণমূলে যাওয়া প্রসঙ্গেও সুমন কাঞ্জিলালকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। তাঁর কটাক্ষ, “সুমন কাঞ্জিলালের কোনও ইজ্জত নেই। লাখো লাখো মানুষের ভালোবাসার ফলে তিনি বিজেপি বিধায়ক হয়েছিলেন। কিন্তু, সেই ভালোবাসাকে গুরুত্ব না দিয়ে তিনি তৃণমূলে যোগ দিলেন।” ক্ষমতা থাকে তো বিধায়ক পদ ছেড়ে তৃণমূলে যোগ দিক বলেও দাবি জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি। তৃণমূলকে সতর্কবার্তা দিয়ে ক্ষোভের সুরে তিনি আরও বলেন, “যেদিন সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগ দিলেন সেইদিন থেকে আলিপুরদুয়ার জেলায় তৃণমূলে আগুন লেগেছে। সৌরভ চক্রবর্তীকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে সুমনকে বসানো হয়েছে। আগামী দিনে ভাগ-বাটোয়ারা লড়াইয়ে ওরা খুন হবে। আমরা নিশ্চিন্ত।”

যদিও বাপি গোস্বামীর কথায় কর্ণপাত করতে নারাজ সৌরভ চক্রবর্তী। তাঁর ফেসবুক পোস্টটির সঙ্গেও রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি জানান। তিনি বলেন, “ফেসবুক, টুইটার আমি করি না, অন্য কেউ করেছে। আমি রবীন্দ্র সঙ্গীত ভালবাসি। এটার মধ্যে কোনও রাজনীতি নেই।” তাঁর আরও দাবি, “সুমন কাঞ্জিলাল আমার বন্ধু। যদিও সুমনের কাছে আমি ভোটে হেরেছিলাম। সুমন বিজেপিতে থাকতে না পেরে তৃণমূলে এল। যার ফলে শেষ হাসি আমরাই হাসলাম। এবারে আমরা যৌথভাবে কাজ করব।”

প্রসঙ্গত, সম্প্রতি সৌরভ চক্রবর্তী ফেসবুকে রবীন্দ্র সঙ্গীতের দুটি লাইন তুলে ধরে একটি পোস্ট করেছেন। যেখানে লেখা রয়েছে, “শুধু আসা যাওয়া/ শুধু স্রোতে ভাসা।”

Next Article