বানারহাট: রাত পোহালই দশমী। তার আগে নবমীর রাতে শেষবেলার পুজোর আনন্দে মেতে উঠেছে বাংলা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই দর্শনার্থীদের ঢল। এদিকে নবমীতে ঠাকুর দর্শনে বেরিয়ে আচমকারী গজরাজের দর্শন। জাতীয় সড়কের পাশে ঠায়ে দাড়িয়ে রয়েছে প্রায় ১১ টি বুনো হাতির দল। সঙ্গে রয়েছে বাচ্চাকাচ্চাও। এদিন এই ছবিই দেখা গেল ৩১ নম্বর জাতীয় সড়কে। হাতি দেখে সাড় বেঁধে দাঁড়িয়ে গেল গাড়ি। থমকে দাঁড়ালেন দর্শনার্থীরাও। কেউ কেউ বলে উঠলেন, ওরা কী ঠাকুর দেখতে বেরিয়েছে নাকি?
এদিন এই ছবি দেখা গিয়েছে ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত রেড ব্যাঙ্ক সংলগ্ন ডায়না ব্রিজের পাশে। সূত্রের খবর, এদিন প্রথম হাতির দলটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দেখা যায় একপাল বুনো হাতি এগিয়ে আসছে রাস্তা দিয়ে। ভেঙে ফেলছে একের পর এক গাছ। কেউ কেউ তো এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করতেও শুরু করে দেন।
সূত্রের খবর, বিগত প্রায় দুই সপ্তাহ ধরে এই ছবি দেখা যাচ্ছে ডুয়ার্সের নানা প্রান্তে। হাতির দল কখনও ভুটানে যাচ্ছে কখনো বা ডায়না জঙ্গলের পাশে এসে রাস্তার পাশে দাড়িয়ে থাকছে। তাতেই আতঙ্কে জেলার একটা বড় অংশের মানুষ। তবে পুজোর মধ্যে ঠাকুর দেখতে বেরিয়ে এভাবে আচমকা গজরাজের দেখা পেয়ে খুশি দর্শনার্থীরাও। ফোনে উঠল দেদার ছবি। এদিকে হাতির পাল দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা খবর দেন বন দফতরে। ইতিমধ্যেই ডায়না রেঞ্জের বনকর্মীরা ওই জায়গায় গিয়েছেন বলে খবর।