Jalpaiguri: ফুটবল ম্যাচ শেষ হতেই মাঠে তুমুল অশান্তি, ফাটল মাথা
Jalpaiguri: জলপাইগুড়ি রায়কত পাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের পরিচালনায় কৃষ্ণকুমার কল্যাণী চ্যাম্পিয়ন এবং মহেন্দ্র প্রসাদ রানার্স নক আউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ছিল শনিবার। চাচা ব্যাটেলিয়ন এবং রায়কত পাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের মধ্য়ে এই খেলা ছিল। খেলায় ২ গোলে পরাজিত হয় চাচা ব্যাটেলিয়ন।
জলপাইগুড়ি: খেলার মাঠে তুমুল ঝামেলা। উত্তেজনা ছড়াল জলপাইগুড়িতে। উত্তেজিত জনতার মারে একজনের মাথাও ফেটে যায় বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে ওঠে ছুটে আসতে হয় ডিএসপি, আইসি-সহ পুলিশের বিশাল টিমকে। কমিটির সদস্য সমীর চক্রবর্তী বলেন, “খেলা ভালভাবেই শেষ হয়। হারার পর এরকম হল। আমাদের যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করল। জলের বোতল ছুড়ে মেরেছে। ধাক্কা দিয়ে একজনকে ফেলেও দিয়েছে। সমস্ত কিছু ভেঙেছে। ওদের বক্তব্য রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছে।”
জানা গিয়েছে, জলপাইগুড়ি রায়কত পাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের পরিচালনায় কৃষ্ণকুমার কল্যাণী চ্যাম্পিয়ন এবং মহেন্দ্র প্রসাদ রানার্স নক আউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ছিল শনিবার। চাচা ব্যাটেলিয়ন এবং রায়কত পাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের মধ্য়ে এই খেলা ছিল। খেলায় ২ গোলে পরাজিত হয় চাচা ব্যাটেলিয়ন।
অভিযোগ, খেলা শেষ হতেই চাচা ব্যাটেলিয়নের সদস্যরা মাঠে ঢুকে পড়ে। মুহূর্তে অশান্ত হয়ে ওঠে স্টেডিয়াম। এরপর মাঠে থাকা টেবিল চেয়ার ভাঙচুর শুরু করে বলে অভিযোগ। রায়কত পাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সদস্য মানব ভট্টাচার্য বলেন, “মাঠে প্রচুর দর্শক আছে। আজ যা হল তা আমরা মানতেই পারছি না। ফুটবলপ্রেমী হিসাবে জলপাইগুড়ির নাম আছে। আমরা এগিয়ে যেতেই চাচা ব্যাটেলিয়ন ঝামেলা করল। আমরা ফুটবল পাগল। সেখানে এরকম ঘটনা ভাবতেও পারি না।”
যদিও চাচা ব্য়াটেলিয়নের সমর্থকদের দাবি, কমিটির লোক স্টেডিয়ামে গিয়েছিল। এই নিয়েই ঝামেলা শুরু। খেলা পরিচালনা করতে পারে না। ওদের উচিত ছিল দর্শকদের শান্ত করা। অথচ ওরা কমিটির লোক স্টেডিয়ামে ঢুকে গেল। দর্শকের উপর হাত পড়েছে। এরকম কখনও হয়নি।