ICDS: দিনেদুপুরে বিকিয়ে গেল গোটা ICDS সেন্টার! বিস্মিত এলাকাবাসীরাই

ICDS: ঘটনা প্রসঙ্গ জানা গিয়েছে, রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকায় নতুন অঙ্গনওয়াড়ি ঘর এর নতুন টেন্ডার হওয়ায় পুরনো ঘর অবৈধভাবে বিক্রির অভিযোগ এলাকাবাসীর। যদিও এলাকার পঞ্চায়েত সদস্য রামিজুল ইসলাম অভিযোগ, ভিত্তিহীন বলে জানিয়েছেন।

ICDS: দিনেদুপুরে বিকিয়ে গেল গোটা ICDS সেন্টার! বিস্মিত এলাকাবাসীরাই
ICDS সেন্টার ভেঙে দেওয়ার অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2024 | 10:10 AM

জলপাইগুড়ি:  অবৈধভাবে অঙ্গনওয়াড়ি ঘর বিক্রির অভিযোগ পঞ্চায়েত সদস্য-সহ আরও তিন জনের বিরুদ্ধে। অবৈধভাবে অঙ্গনওয়াড়ি ঘর বিক্রির অভিযোগ এলাকার পঞ্চায়েত সদস্য রামিউল ইসলাম, রাব্বি, আনোয়ার,ও লালমোনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের রাজা ডাঙা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকায়।

ঘটনা প্রসঙ্গ জানা গিয়েছে, রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকায় নতুন অঙ্গনওয়াড়ি ঘর এর নতুন টেন্ডার হওয়ায় পুরনো ঘর অবৈধভাবে বিক্রির অভিযোগ এলাকাবাসীর। যদিও এলাকার পঞ্চায়েত সদস্য রামিজুল ইসলাম অভিযোগ, ভিত্তিহীন বলে জানিয়েছেন। ঘরটি বিক্রি হয়নি সমস্ত আসবাবপত্র এখনও রয়েছে। বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে। এক গ্রামবাসীর অভিযোগ, “আস্ত একটা ঘর কীভাবে টেন্ডার ছাড়া বিক্রি হয়ে গেল? কেন বিক্রি করল, সেটাও স্পষ্ট করে বলল না। আমাদের প্রশ্ন, সরকারি ঘর কি এইভাবে বিক্রি হয়?” তদন্তের দাবি জানিয়েছেন বিরোধীরাও। তাঁদের বক্তব্য, বিডিও-কে গোটা বিষয়টি জানানো হয়েছে। কিন্তু বিডিও জানিয়েছেন, তিনি কোনও অনুমতি দেননি।

এই বিষয়ে ক্রান্তি বিডিও রিমিল সরেন সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোনে জানান অঙ্গনওয়াড়ি ঘর বিক্রির অভিযোগ বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।