Nagrakata: ‘হাসপাতাল চালাতে না পারলে বন্ধ করে দিন’, ক্ষোভে ফুঁসছেন গ্রামের লোকেরা

Nagrakata: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে লুকসান গ্রামীণ হাসপাতালে সময় মত চিকিৎসক আসেন না। তাঁদের অভিযোগ, চিকিৎসক হাসপাতালে আসেন না। অথচ বাইরে চেম্বার খুলে সেখানে প্র্যাক্টিস করেন। হাসপাতালে প্রয়োজনীয় ওষুধটুকু পাওয়া যায় না বলেও অভিযোগ।

Nagrakata: 'হাসপাতাল চালাতে না পারলে বন্ধ করে দিন', ক্ষোভে ফুঁসছেন গ্রামের লোকেরা
চিকিৎসককে ঘিরে বিক্ষোভ। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2024 | 4:28 PM

নাগরাকাটা: গ্রামীণ হাসপাতাল কোনও প্রত্যন্ত এলাকার মানুষজনের কাছে সবকিছু। বিপদে পড়লে প্রথম ভরসা এই হাসপাতাল। কিন্তু অভিযোগ, নাগরাকাটা ব্লকের লুকসান গ্রামীণ হাসপাতালে চিকিৎসকের অভাবে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে। জরুরি বিভাগে চিকিৎসক নেই, প্রয়োজনীয় ওষুধও পাওয়া যায় না বলে অভিযোগ। তারই প্রতিবাদে শুক্রবার হাসপাতালের গেটে তালা লাগিয়ে দেন রোগীর আত্মীয়রা। চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে লুকসান গ্রামীণ হাসপাতালে সময় মত চিকিৎসক আসেন না। তাঁদের অভিযোগ, চিকিৎসক হাসপাতালে আসেন না। অথচ বাইরে চেম্বার খুলে সেখানে প্র্যাক্টিস করেন। হাসপাতালে প্রয়োজনীয় ওষুধটুকু পাওয়া যায় না বলেও অভিযোগ।

হাসপাতালে এমার্জেন্সি বেড রয়েছে। কিন্তু চিকিৎসক না থাকায় সমস্যায় পড়তে হয় রোগীদের। এরপরই এদিন বিক্ষোভ দেখান তাঁরা। বলেন, হাসপাতাল না চালাতে পারলে তা বন্ধ করে দিক।

নাগরাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক ইরফান মোল্লার অভিযোগ, “দু’জন চিকিৎসক ছুটিতে। চারজন এখন আছেন। আমাদের টেলিমেডিসিনও করতে হয়। পরের সপ্তাহে সকল ডাক্তার চলে এলে সমস্যা মিটে যাবে।”