Bangladesh: পরনে একটা সুতো পর্যন্ত নেই, গাছে ঝুলিয়ে বিকৃত উপায়েই চলছে… হিন্দু নির্যাতন করে চলছে পৈশাচিক উল্লাস! হাড়হিম ভিডিয়ো
Bangladesh: বাংলাদেশের চট্টগ্রামে এক সনাতনীকে নৃশংসভাবে খুন করেন কট্টরপন্থী মৌলবাদীরা।এরপর তাঁর নগ্ন মৃতদেহ গাছে ঝুলিয়ে রেখে অশ্লীল গালিগালাজ করতে থাকেন। সঙ্গে চলতে থাকে ওই দেহের উপর পৈশাচিক অত্যাচার।
জলপাইগুড়ি: সম্পূর্ণ উলঙ্গ। শরীরে একটা সুতো পর্যন্ত নেই। রক্তাক্ত। মাথা মুন্ডন করা, রক্তাক্ত গোটা মুখটা। গাছে বাঁধা রয়েছে শরীর। সে শরীর নিঃসার, কোনও প্রাণ নেই তাতে। কিন্তু তার ওপরেও চলছে অত্যাচার। হাতা মতো একটা জিনিস দিয়ে মুখে মেরেই চলেছে ক্রমাগত। শুধু তাই নয়, সঙ্গে চলছে অশ্রাব্য নোংরা কথাবার্তা। এর আগেও বাংলাদেশের একাধিক নৃশংসতার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তার মধ্যে কিছু ভিডিয়োর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। কিন্তু এই যে ভিডিয়ো সামনে এসেছে, তা যেন ছাপিয়ে গিয়েছে সমস্ত নৃশংসতাকে। খুনের পর মৌলবাদীদের পৈশাচিক উল্লাস।
বাংলাদেশের চট্টগ্রামে এক সনাতনীকে নৃশংসভাবে খুন করেন কট্টরপন্থী মৌলবাদীরা।এরপর তাঁর নগ্ন মৃতদেহ গাছে ঝুলিয়ে রেখে অশ্লীল গালিগালাজ করতে থাকেন। সঙ্গে চলতে থাকে ওই দেহের উপর পৈশাচিক অত্যাচার। সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। কিন্তু ভিডিয়োতে যে দৃশ্য দেখা যাচ্ছে, তা জঘন্য, নৃশংস, বীভৎস- সব বিশেষণকেই ছাপিয়ে যায়।
নিত্য বাংলাদেশের একের পর এক শিউরে ওঠার মতো ভিডিয়ো সামনে আসছে। এমনই আরেকটা ভিডিয়ো সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, প্রাণনাশের হুমকি নিয়ে ধর্মান্তকরণ করানো হচ্ছে। কোনওভাবেই যেন বন্ধ হচ্ছে না পদ্মাপাড়ের হিন্দু নিপীড়ন। ইতিমধ্যেই কলকাতা ইসকনের তরফ থেকে রাষ্ট্রপুঞ্জের ওপর আর্জি জানানো হয়েছে। ওপার বাংলায় হিন্দু নিপীড়নের প্রতিবাদ চেয়ে কেন্দ্রের ওপর চাপ বাড়িয়েছে আরএসএসও। তার মধ্যেও এই ধরনের হাড়হিম ভিডিয়ো সামনে আসছে।