Bangladesh: ‘হিন্দু ধর্ম ত্যাগ করে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছে’
Bangladesh: বাংলাদেশ যশোরে বাড়ি কণিকা বিশ্বাস নামে এক মহিলার। কোনও কারণের জন্য এ রাজ্যে এসেছিলেন তিনি। টিভি ৯ বাংলার প্রতিনিধি কথা বলেন তাঁর সঙ্গে। সেই সময় কণিকা বলেন, "শুনছি অনেক জায়গায় জোর করে ধর্ম পরিবর্তন করাচ্ছে।
বাংলাদেশের যশোরে বাড়ি কণিকা বিশ্বাস নামে এক মহিলার। কোনও কারণের জন্য এ রাজ্যে এসেছিলেন তিনি। টিভি ৯ বাংলার প্রতিনিধি কথা বলেন তাঁর সঙ্গে। সেই সময় কণিকা বলেন, “শুনছি অনেক জায়গায় জোর করে ধর্ম পরিবর্তন করাচ্ছে। কেউ যেতে না চাইলেও চাপে পড়ে যেতে হচ্ছে। অনেকেই হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করছে। ওঁরা মুখে কেউ বলছে না। ওঁরা বলছে স্বইচ্ছায় যাচ্ছি।” শান্ত বাগচি নামে আরও এক মহিলা বলেন, “ঘর ভেঙে দিচ্ছে। বলছে ধর্ম বদলে নাও। তোমাদের ধর্ম ছেড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। আমি শুনেছি এগুলো বলছে। তবে নিজের চোখে দেখিনি। অত্যাচার চলছে।”
তবে কি শুধু সাধারণ মানুষ? নিগ্রহ করা হয়েছে হিন্দু আইনজীবী রবীন্দ্র ঘোষকে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের হয়ে সওয়াল করতে চাওয়া এক আইনজীবীকে হেনস্থা করা হয়েছে বিচারকের সামনেই। বৃদ্ধ আইনজীবীকে ধাক্কা দেন একাংশ আইনজীবী। এরপর আবার সেখানে উঠল ধর্ম পরিবর্তনের অভিযোগ।