Bangladesh: ‘হিন্দু ধর্ম ত্যাগ করে জোর করে মুসলিম ধর্ম গ্রহণ করাচ্ছে’
Bangladesh: বাংলাদেশ যশোরে বাড়ি কণিকা বিশ্বাস নামে এক মহিলার। কোনও কারণের জন্য এ রাজ্যে এসেছিলেন তিনি। টিভি ৯ বাংলার প্রতিনিধি কথা বলেন তাঁর সঙ্গে। সেই সময় কণিকা বলেন, "শুনছি অনেক জায়গায় জোর করে ধর্ম পরিবর্তন করাচ্ছে।
পেট্রাপোল: কেউ বলছেন ‘জোর করে ধর্ম পরিবর্তন করা হয়েছে…।’ কেউ আবার বলছেন, ‘হিন্দু ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হয়েছে…’ বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্তে আসা একাধিক ব্যক্তি এই হেন অভিযোগ করলেন। অর্থাৎ,সংখ্যালঘু হিন্দুদের উপর যখন অত্যাচারের অভিযোগ উঠছে, তাঁদের বাড়ি-ঘর জ্বালিয়ে দিচ্ছে কট্টরপন্থীরা। তখন ধর্মান্তরের এই ঘটনা প্রকাশ্যে আসতে নিন্দার ঝড় বইছে সর্বত্র।
বাংলাদেশের যশোরে বাড়ি কণিকা বিশ্বাস নামে এক মহিলার। কোনও কারণের জন্য এ রাজ্যে এসেছিলেন তিনি। টিভি ৯ বাংলার প্রতিনিধি কথা বলেন তাঁর সঙ্গে। সেই সময় কণিকা বলেন, “শুনছি অনেক জায়গায় জোর করে ধর্ম পরিবর্তন করাচ্ছে। কেউ যেতে না চাইলেও চাপে পড়ে যেতে হচ্ছে। অনেকেই হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করছে। ওঁরা মুখে কেউ বলছে না। ওঁরা বলছে স্বইচ্ছায় যাচ্ছি।” শান্ত বাগচি নামে আরও এক মহিলা বলেন, “ঘর ভেঙে দিচ্ছে। বলছে ধর্ম বদলে নাও। তোমাদের ধর্ম ছেড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। আমি শুনেছি এগুলো বলছে। তবে নিজের চোখে দেখিনি। অত্যাচার চলছে।”
তবে কি শুধু সাধারণ মানুষ? নিগ্রহ করা হয়েছে হিন্দু আইনজীবী রবীন্দ্র ঘোষকে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের হয়ে সওয়াল করতে চাওয়া এক আইনজীবীকে হেনস্থা করা হয়েছে বিচারকের সামনেই। বৃদ্ধ আইনজীবীকে ধাক্কা দেন একাংশ আইনজীবী। এরপর আবার সেখানে উঠল ধর্ম পরিবর্তনের অভিযোগ।