জলপাইগুড়ি: কেবল দক্ষিণে নয়, উত্তরেও ভাঙন বিজেপিতে! বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে প্রথম থেকেই নিষ্ক্রিয় ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপির (BJP) সহ-সভাপতি ধত্রী মোহন রায়। অবশেষে, রবিবার তিনি তৃণমূলে যোগ দেন। বিজেপি জেলা-সহ সভাপতির তৃণমূলে যোগদানকে কেন্দ্র করে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। যদিও বিজেপির দাবি, ধর্তী মোহনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছিল। কিন্তু টিকিট না পেয়েই তিনি তৃণমূলে যোগ দেন।
বিজেপির অন্দরে একদিকে যখন একে একে ‘বিদ্রোহী’ সুর স্পষ্ট হচ্ছে তখন, জলপাইগুড়ি বিজেপি সহ-সভাপতির পদত্যাগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। শুধু তাই নয়, ধত্রী মোহন ফের যোগ দিয়েছেন তৃণমূলে। বিজেপির অন্দরের খবর, একুশের বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে একপ্রকার নিষ্ক্রিয় হয়ে বসেছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সহ-সভাপতি। তাই গত কয়েকমাস ধরে, দলের সঙ্গে কার্যত দূরত্ব বজায় রেখে চলছিলেন। একইসঙ্গে তৃণমূলের সঙ্গেও যোগাযোগ রাখছিলেন তিনি।
এরপর রবিবার বিকেলে তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপের উপস্থিতিতে জলপাইগুড়ি তৃণমূল ভবনে তৃণমূলে ফেরেন তিনি। জলপাইগুড়ি জেলার তৃণমূলের চেয়ারম্যান খগেশ্বর রায়ের হাত থেকে ফের দলের পতাকা হাতে তুলে নেন এক সময় ঘাসফুলে থাকা জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান ধত্রী মোহন রায়।
ঘটনায় বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি অলোক চক্রবর্তী যদিও বলেছেন, “ধত্রীমোহনবাবু তৃণমূলে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তাই তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর আমরা তাঁকে যথেষ্ট গুরুত্ব দিয়ে জেলার সহ-সভাপতি পদে নিয়েছিলাম। কিন্তু ওঁর ধারণা ছিল তাঁকে বিজেপি বিধানসভার প্রার্থী হিসাবে টিকিট দেবে। কিন্তু বিজেপি দলে এইভাবে টিকিট দেওয়া হয় না। এরপর টিকিট না পেয়ে একপ্রকার নিষ্ক্রিয় হয়ে বসে গিয়েছিলেন। রবিবার শুনলাম ওঁ তৃণমূলে যোগ দিয়েছেন। তবে তিনি দল ছেড়ে চলে যাওয়ায় দলের কোনও ক্ষতি হবে না।”
উল্লেখ্য, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে ধত্রীমোহন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করেন। সেই সময় তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী ছিলেন সুখবিলাস বর্মা। ধত্রীমোহন পরাজিত হন। তিনি অভিযোগ করেন, তৃণমূলের একাংশ কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তাঁকে হারিয়েছে। এরপরই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এ বার, ফের তৃণমূলে ফিরলেন তিনি। যদিও, তৃণমূলের তরফে জানানো হয়েছে, ধত্রীমোহনাবাবু নিজের ভুল বুঝতে পেরে দলে ফিরেছেন, তাই তাঁকে স্বাগত জানানো হয়েছে।