Dilip Ghosh in Border: আর থাকতে না পেরে ছুটলেন দিলীপ, সঙ্গে আধা সেনা, কী হচ্ছে সীমান্তে?

Nileswar Sanyal | Edited By: জয়দীপ দাস

Dec 13, 2024 | 1:33 PM

Dilip Ghosh in Border: ইতিমধ্যেই একের পর এক বিএনপি নেতা থেকে কট্টরপন্থী নেতা কলকাতা থেকে সেভেন সিস্টার্স দখলের ডাক দিয়েছেন। এমনকী ভারতের মানচিত্র বদলের হুঁশিয়ারিও এসেছে। ভারতে তৈরি শাড়ি পুড়িয়ে চলেছে ভারতীয় পণ্য় বয়কটের ডাক।

Dilip Ghosh in Border: আর থাকতে না পেরে ছুটলেন দিলীপ, সঙ্গে আধা সেনা, কী হচ্ছে সীমান্তে?
সীমান্তে মিছিল দিলীপ ঘোষের
Image Credit source: TV 9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: বিশ্ব মঞ্চে মুখ পুড়লেও শোধরাচ্ছে না বাংলাদেশ। রণহুঙ্কার শোনা যাচ্ছে বিএনপি নেতাদের মুখে। কট্টরপন্থীদের থেকে লাগাতার ধেয়ে আসছে ভারত বিরোধী মন্তব্য। পাল্টা প্রতিরোধের বার্তা যাচ্ছে ভারত থেকেও। এদিকে অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে বিএসএফের টহল। আরও বাড়ানো হয়েছে নজরদারি। এদিকে বিগত কয়েকদিন ধরে এপার থেকে আক্রমণের ধার অনেকটাই বাড়াতে দেখা গিয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এবার আসরে দিলীপ ঘোষ। 

সীমান্তে বিক্ষোভ মিছিল করতে দেখা গেল দিলীপকে। বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীদের হুঁশিয়ারি দিয়ে জলপাইগুড়ি জেলার বাহাদুর গ্রামপঞ্চায়েতের ভাট পাড়া সীমান্তে অনুগামীদের নিয়ে মিছিল করতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। দিলীপ ছাড়াও এদিনের মিছিলে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী-সহ অন্যান্য স্থানীয় নেতা-কর্মীরা। পা মেলাতে দেখা যায় অনেক গ্রামবাসীদেরও। 

প্রসঙ্গত, ইতিমধ্যেই একের পর এক বিএনপি নেতা থেকে কট্টরপন্থী নেতা কলকাতা থেকে সেভেন সিস্টার্স দখলের ডাক দিয়েছেন। এমনকী ভারতের মানচিত্র বদলের হুঁশিয়ারিও এসেছে। ভারতে তৈরি শাড়ি পুড়িয়ে চলেছে ভারতীয় পণ্য় বয়কটের ডাক। এমনকী যুদ্ধ প্রস্তুতির কথাও শোনা গিয়েছে বিএনপি নেতাদের গলায়। দেশের সমস্ত ছাত্রের হাতে রাইফেল তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। স্বাভাবতই উত্তেজনা বাড়ছে সীমান্তে। 

Next Article