John Barla: বিজেপিতে দিন ঘনিয়ে আসছে জন বার্লার? তৃণমূল প্রার্থীর সঙ্গে সাক্ষাতের পর মুখ খুললেন প্রাক্তন সাংসদ

Rony Chowdhury | Edited By: সঞ্জয় পাইকার

Nov 06, 2024 | 9:41 PM

John Barla: এদিন বানারহাট ব্লকের বিন্নাগুড়িতে তৃণমূল প্রার্থীর সঙ্গে খোশমেজাজে দেখতে পাওয়া যায় জন বার্লাকে। সঙ্গে ছিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী।

John Barla: বিজেপিতে দিন ঘনিয়ে আসছে জন বার্লার? তৃণমূল প্রার্থীর সঙ্গে সাক্ষাতের পর মুখ খুললেন প্রাক্তন সাংসদ
তৃণমূল প্রার্থীর সঙ্গে খোশমেজাজে জন বার্লা

Follow Us

বানারহাট: বিজেপি কি ছাড়ছেন তিনি? বেশ কিছুদিন ধরেই এই জল্পনা চলছে। মাদারিহাট-সহ রাজ্যের ৬ আসনে উপনির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, সেই জল্পনা আরও বাড়ছে। তৃণমূল নেতাদের পর এবার তৃণমূল প্রার্থীর সঙ্গে খোশমেজাজে দেখা গেল আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লাকে। এমনকি, রাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সঙ্গেও বৈঠক করেন তিনি। যদিও প্রাক্তন বিজেপি সাংসদের দাবি, এখনও পর্যন্ত দল পরিবর্তনের কথা ভাবেননি তিনি। কিন্তু, বিজেপির জেলা নেতৃত্বের কাজে যে তিনি সন্তুষ্ট নন, সেকথা গোপন করেননি।

সোমবার তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র ও রাজ্য সম্পাদক বৈঠক করেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লার সঙ্গে। সেই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলেছিল দুই পক্ষই। আর বুধবার প্রকাশ্যে বিন্নাগুড়ি বাজারে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো এবং তৃণমূল নেতৃত্বের সঙ্গে খোশমেজাজে দেখতে পাওয়া গেল জন বার্লাকে। ভাইরাল সেই ছবি আর ভিডিয়ো।

এদিন বানারহাট ব্লকের বিন্নাগুড়িতে তৃণমূল প্রার্থীর সঙ্গে খোশমেজাজে দেখতে পাওয়া যায় জন বার্লাকে। সঙ্গে ছিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী। রাতে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য প্রভা কুজুর লাকরার বাড়িতে বৈঠকেও দেখা যায় জন বার্লাকে। এই নিয়ে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ জানান, তিনি জন বার্লাকে নিয়ে কোনও মন্তব্য করতে চান না।

আর দল পরিবর্তনের জল্পনা নিয়ে কী বলছেন জন বার্লা? এদিন তিনি বলেন, “এখনও পর্যন্ত দল পরিবর্তনের কথা ভাবিনি। আমি এখন না এখানে, না ওখানে।” তৃণমূল নেতৃত্বের সঙ্গে সৌজন্য বৈঠক হয়েছে বলে দাবি করলেন। একইসঙ্গে কারও নাম না নিয়ে বিজেপির জেলা নেতৃত্বকে আক্রমণ করলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ। বলেন, “এরকম নেতৃত্ব থাকলে ডুয়ার্সে খারাপ ফল করার সম্ভাবনা বিজেপির। এরকম নেতৃত্বের সঙ্গে কাজ করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছি আমি। ওয়ান ম্যান আর্মি হিসেবে জেলাকে চালাচ্ছে।” কিছুদিন আগে জন বার্লার বোন মেরিনা কুজু তৃণমূলে যোগ দিয়েছেন। এবার কি তিনি দল বদলাবেন? জন বার্লা এখনও সিদ্ধান্ত না নেওয়ার কথা বললেও জল্পনা বেড়েই চলেছে।

Next Article