Jalpaiguri: রাস্তার পাশে পড়ে দুর্ঘটনায় আহত ব্যক্তি, গাড়িতে তুলে নিলেন সাংসদ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 23, 2022 | 1:26 AM

Jalpaiguri Accident: বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে আহত হন সিরাজুল। তাঁর কোমরে চোট লাগে। তিনি আর নড়তে পারছিলেন না।

Jalpaiguri: রাস্তার পাশে পড়ে দুর্ঘটনায় আহত ব্যক্তি, গাড়িতে তুলে নিলেন সাংসদ

Follow Us

জলপাইগুড়ি: রাস্তার পাশে পড়ে কাতরাচ্ছেন এক ব্যক্তি। জড়ো হয়েছেন পথচারীরা। কিন্তু, কী করবেন, তা নিয়ে তাঁদের মধ্যে ইতস্তত ভাব। এমন সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্তকুমার রায় (BJP MP Jayanta Kumar Roy)। জখম ব্যক্তিকে দেখেই তুলে নিলেন গাড়িতে। নিয়ে গেলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। আহত ব্যক্তির পরিজনদেরও খবর দেন।

শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছিলেন জয়ন্তকুমার রায়। সন্ধে সাড়ে সাতটা নাগাদ রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি আমাইদিঘির কাছে জটলা দেখতে পান। গাড়ি থামান সাংসদ। গাড়ি থেকে নেমে জানতে পারেন, দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। জিজ্ঞাসা করে জানতে পারেন তাঁর নাম সিরাজুল হক। তিনি রাজগঞ্জের আকালুগছ এলাকার বাসিন্দা। সিরাজুল হক সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁকে ধাক্কা মারে এক বাইক আরোহী। বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে আহত হন সিরাজুল। তাঁর কোমরে চোট লাগে। তিনি আর নড়তে পারছিলেন না।

সিরাজুলকে ওই অবস্থায় দেখে গাড়িতে তুলে নেন সাংসদ। এরপর গাড়ি ঘুরিয়ে সোজা চলে যান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। আহত সিরাজুলকে সেখানে ভর্তি করেন।

বিজেপি সাংসদ বলেন, আহত ব্যক্তিকে গাড়িতে তোলার পর তিনি হাসপাতাল সুপারকে ফোন করে বিস্তারিত জানিয়েছিলেন। সুপার প্রয়োজনীয় ব্যবস্থা করে রেখেছিলেন। যাওয়ার পর সঙ্গে সঙ্গে সিরাজুলকে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসা শুরু করে দেন হাসপাতালের চিকিৎসকরা। সিরাজুলের পরিজনদের খবর পাঠান বিজেপি সাংসদ। খবর পেয়ে হাসপাতালে আসে বাড়ির লোকজন। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা গুরুতর না হলেও চোট ভালই লেগেছে সিরাজুলের।

উৎসবের মরশুম চলছে। রাস্তায় মানুষের আনাগোনা বেশি। সকলকে রাস্তায় সাবধানে চলাফেরা করার পরামর্শ দিলেন বিজেপি সাংসদ।

Next Article