Locked in IMA office in Jalpaiguri: ‘উত্তরবঙ্গ লবি’ ঘিরে বাড়ছে উত্তাপ, জলপাইগুড়ির IMA অফিসে তালা, বৃষ্টিতে ভিজে বৈঠক রাস্তায়

Locked in IMA office in Jalpaiguri: জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক তথা IMA জলপাইগুড়ি শাখার প্রাক্তন সভাপতি চিকিৎসক প্রদীপ কুমার বর্মা ক্ষোভ উগরে দিয়ে বলেন, "উত্তরবঙ্গ লবির এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমরা একজোট হয়েছি। এদিনের ঘটনার পর আমরা আবার দেখতে পেলাম এদের দাপট। আমরা নিজেদের ঘরেই ঢুকতে পারলাম না। বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে বৈঠক করলাম। এর জন্য সম্পূর্ণ দায়ী আমাদের সম্পাদক ও সভাপতি।

Locked in IMA office in Jalpaiguri: 'উত্তরবঙ্গ লবি' ঘিরে বাড়ছে উত্তাপ, জলপাইগুড়ির IMA অফিসে তালা, বৃষ্টিতে ভিজে বৈঠক রাস্তায়
রাস্তায় দাঁড়িয়েই চলছে বৈঠক
Follow Us:
| Edited By: | Updated on: Sep 25, 2024 | 2:59 PM

জলপাইগুড়ি: আরজি কর কাণ্ডের পর বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে। উঠে আসে ‘উত্তরবঙ্গ লবি’-র দাপটের কথাও। এই আবহে জলপাইগুড়িতে আইএমএ অফিসে বৈঠক ঘিরে চাপানউতোর। বৈঠকের আগেই তালা পড়ে অফিসের গেটে। বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়ে বৈঠক সারলেন সদস্যরা। ঘটনায় সরব হয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসক মহলে ডাক্তার সুশান্ত রায় ও তাঁর উত্তরবঙ্গ লবির দাপট অব্যাহত। তারই প্রমাণ ফের পাওয়া গেল বলে অভিযোগ চিকিৎসকদের। জানা গিয়েছে, গত ২২ সেপ্টেম্বর কলকাতায় IMA রাজ্য শাখার অফিসে একটি বৈঠক ছিল। সেই বৈঠকে প্রতিনিধিত্ব করেছিলেন IMA জলপাইগুড়ি শাখার ৩ সদস্য। বৈঠক শেষ করে তাঁরা জলপাইগুড়ি ফিরে এসেছেন।

কলকাতার ওই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজ্য কমিটি কী জানাল, তা আরও বেশি সংখ্যক সদস্যের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার রাতে জলপাইগুড়ি IMA অফিসে একটি জরুরি বৈঠক ডেকেছিলেন সদস্যরা। তাঁরা বলছেন, মঙ্গলবার রাতে বৈঠক করবেন বলে সভাপতিকে আগে থেকে চিঠি দিয়ে জানানো ছিল। কিন্তু সন্ধ্যা থেকে জলপাইগুড়ি IMA অফিসের গেট তালাবন্ধ ছিল।

এই খবরটিও পড়ুন

জলপাইগুড়ি সমাজ পাড়ায় থাকা IMA অফিসের সামনে প্রায় দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকেন জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক তথা IMA জলপাইগুড়ি শাখার প্রাক্তন সভাপতি চিকিৎসক প্রদীপ কুমার বর্মা, প্রাক্তন সভাপতি তথা IMA-র লাইফ মেম্বার চিকিৎসক পান্থ দাশগুপ্ত-সহ অন্যান্য সদস্যরা। কিন্তু অফিসের তালা বন্ধ থাকায় তাঁরা শেষমেশ রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে বৈঠক শুরু করেন।

আইএমএ অফিসের পাশেই জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোম। সেখানকার সদস্যরা চিকিৎসকদের এই অসহায় অবস্থা দেখতে পান। এরপর তাঁরা এগিয়ে এসে হেলথ হোমে জায়গা করে দিলে সেখানে বসে বৈঠক শেষ করেন শহরের বিশিষ্ট চিকিসকেরা। ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

IMA জলপাইগুড়ির প্রাক্তন সভাপতি চিকিৎসক পান্থ দাশগুপ্ত বলেন, “কলকাতায় মিটিং করতে গিয়েছিলেন আমাদের ৩ সদস্য। সেই বৈঠকের সিদ্ধান্ত বাকিদের জানানোর জন্য মঙ্গলবার বৈঠক ডাকা হয়েছিল। একইসঙ্গে গত বৈঠকে বর্তমান কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। তাই এদিন রাতে আরও সদস্য এসেছিলেন বৈঠক করতে। এছাড়াও আমাদের আরও কিছু সমস্যা নিয়ে বৈঠক ছিল। কিন্তু আমার আমাদের নিজেদের ভবনেই বসে বৈঠক করতে পারলাম না। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে।”

জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক তথা IMA জলপাইগুড়ি শাখার প্রাক্তন সভাপতি চিকিৎসক প্রদীপ কুমার বর্মা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “উত্তরবঙ্গ লবির এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমরা একজোট হয়েছি। এদিনের ঘটনার পর আমরা আবার দেখতে পেলাম এদের দাপট। আমরা নিজেদের ঘরেই ঢুকতে পারলাম না। বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে বৈঠক করলাম। এর জন্য সম্পূর্ণ দায়ী আমাদের সম্পাদক ও সভাপতি। এটা আমাদের কাছে চরম লজ্জার বিষয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

IMA সদস্য চিকিৎসক কমলেশ বিশ্বাস বলেন, “আমরা আগে থেকে চিঠি দিয়েছিলাম। কিন্তু এদিন গেটের তালা খুলে দেওয়া হল না। কেন তালা খোলা হল না তা জানতে সভাপতিকে ফোন করা হলে উলটে আমাদের ভাইস প্রেসিডেন্টকে চমক ধমক দেওয়া হয়। অথচ এই সভাপতি গত বৈঠকে ডাক্তার সুশান্ত রায়, ডাক্তার অভীক দে এবং ডাক্তার সৌত্রিক রায়কে বহিষ্কার করার পক্ষে সুপারিশ করেছিলেন। আজ দেখা যাচ্ছে তিনি ডিগবাজি খাচ্ছেন। নিশ্চয়ই থ্রেট কালচারের প্রভাব তাঁর ওপরেও পড়েছে। আমরা এই সভাপতির বিরুদ্ধেও পদক্ষেপ করব। চাইলে আমরা তালা ভেঙে ফেলে ভেতরে যেতে পারতাম। কিন্তু আমরা তা করিনি। প্রয়োজনে আইনি লড়াইয়ের মাধ্যমে জিতে আমরা এই অফিসের তালা খুলব।”

স্টুডেন্ট হেলথ হোমের রাজ্য কমিটির সদস্য সুমন সরকার বলেন, “চিকিৎসক ও হেলথ হোম অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই রাতে আমরা যখন দেখি ডাক্তারবাবুরা রাস্তায় দাঁড়িয়ে বৈঠক করছেন, তখন আমাদের খুব খারাপ লাগে। তাই আমরা তাঁদের ডেকে নিয়ে আসি। বসার ব্যবস্থা করে দিই।”

এই অভিযোগ নিয়ে যোগাযোগের চেষ্টা করা হয় IMA সভাপতি চিকিৎসক নিতাই মুখোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হয়েছিল আইএমএ জলপাইগুড়ি শাখার সম্পাদক ডাক্তার সুশান্ত রায়ের সঙ্গে। কিন্তু, তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

কেমন আছেন মনোজ মিত্র, দাদা কে নিয়ে মুখ খুললেন ভাই অমর মিত্র
কেমন আছেন মনোজ মিত্র, দাদা কে নিয়ে মুখ খুললেন ভাই অমর মিত্র
সাইলেন্ট প্যানডেমিকের কবলে, উজাড় হয়ে যেতে পারে পাকিস্তান!
সাইলেন্ট প্যানডেমিকের কবলে, উজাড় হয়ে যেতে পারে পাকিস্তান!
Manoj Mitra: সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে মনোজ মিত্র, এখন কেমন আছেন?
Manoj Mitra: সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে মনোজ মিত্র, এখন কেমন আছেন?
Pujarini Ghosh: হাসপাতালে অভিনেত্রী পূজারিণী ঘোষ, কী হয়েছে তাঁর?
Pujarini Ghosh: হাসপাতালে অভিনেত্রী পূজারিণী ঘোষ, কী হয়েছে তাঁর?
সন্দেশখালি থেকে বগটুই, প্রশাসন ব্যর্থ, আদালতের প্রায়শ্চিত্ত!
সন্দেশখালি থেকে বগটুই, প্রশাসন ব্যর্থ, আদালতের প্রায়শ্চিত্ত!
মিমির সঙ্গে বন্ধুত্ব পাতাতে চান? মানতে হবে দুই শর্ত
মিমির সঙ্গে বন্ধুত্ব পাতাতে চান? মানতে হবে দুই শর্ত
মরা মানুষের দাম চমকে দেবে আপনাকে! রয়েছে পিক সিজন-অফ সিজনও...
মরা মানুষের দাম চমকে দেবে আপনাকে! রয়েছে পিক সিজন-অফ সিজনও...
অ্যান্টিবায়োটিক বেলাইন, প্রেসক্রিপশনে গাইডলাইন
অ্যান্টিবায়োটিক বেলাইন, প্রেসক্রিপশনে গাইডলাইন
এখনও হয়নি আইনি বিচ্ছেদ, এরই মধ্যে প্রেমে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী?
এখনও হয়নি আইনি বিচ্ছেদ, এরই মধ্যে প্রেমে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী?
সন্তানের জন্মের কয়েক দিনের মাথাতেই নতুন সম্পত্তি, সুখবর দীপিকা-রণবীরের
সন্তানের জন্মের কয়েক দিনের মাথাতেই নতুন সম্পত্তি, সুখবর দীপিকা-রণবীরের