Book Fair: ভ্যাকসিন নেননি? ‘নো টেনশন’, বইমেলাতেই পাবেন টিকা

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 06, 2021 | 10:37 PM

Jalpaiguri: এবার বইমেলায় এখানে বই কিনতে এসে ভ্যাকসিনও (Vaccine) নিয়ে নিতে পারবেন সাধারণ মানুষ।

Book Fair: ভ্যাকসিন নেননি? নো টেনশন, বইমেলাতেই পাবেন টিকা
করোনার দ্বিতীয় ডোজ় নিচ্ছেন না অনেকে। (নিজস্ব চিত্র।)

Follow Us

জলপাইগুড়ি: শীতের মরসুম। মেলা-পার্বণের সময় তো এটাই। কিন্তু ওদিকে যে আবার করোনা আতঙ্ক! করোনাভাইরাসের নয়া স্ট্রেইন ওমিক্রন নিয়ে সাবধান হতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অতি সত্ত্বর ভ্যাকসিনের দুটো টিকা সম্পূর্ণ করতে বলা হচ্ছে। তা বলে ভ্যাকসিন না নেওয়া থাকলে কি বইমেলায় (Book Fair) যেতে পারব না? এমন প্রশ্নের মুখে পড়ে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা বইমেলা কমিটি। এবার বইমেলায় এখানে বই কিনতে এসে ভ্যাকসিনও (Vaccine) নিয়ে নিতে পারবেন সাধারণ মানুষ।

ভ্যাকসিন না নেওয়া থাকলে তাই ‘নো টেনশন’। বইমেলাতে বই কিনতে এসে নিয়ে নিতে পারবেন কোভিড ভ্যাকসিন। করোনা ঠেকাতে এমনই অভিনব আয়োজন করেছে জলপাইগুড়ি জেলা বইমেলা কমিটি। বইমেলায় প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে ভ্যাকসিন ক্যাম্প। মেলার প্রথম দিনেই জেলা স্বাস্থ্য দফতরের ব্যবস্থাপনায় আয়োজিত কোভিড ভ্যাকসিন ক্যাম্পে টিকা নিতে উপচে পড়ল ভিড়।

এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন হয় ৩৩ তম জলপাইগুড়ি জেলা বইমেলা। প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত জলপাইগুড়ি জেলা ফণীন্দ্র দেব বিদ্যালয়ের খেলার মাঠে চলবে এই বইমেলা।

কমিটির তরফে যুগ্ম সম্পাদক অঞ্জন দাসের কথায়, “এবার বইমেলায় অনেকগুলো জিনিস নতুন করেছি। এবার বইমেলাতেও থিম সং করেছি আমরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মেলা ক্যাম্পাসে ভ্যাকসিনেশন ক্যাম্প করেছি। কোভিশিল্ড ও কোভ্যাকসিন, দুটি টিকার ব্যবস্থা করেছি। তাতে সাড়াও মিলেছে দারুণ। যাঁরা সারাবছর বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাঁরা যাতে ভ্যাকসিন পান, তাই এই উদ্যোগ। তাছাড়া মেলা ক্যাম্পাসে ঢুকতে গেলে মুখে মাস্ক অবশ্যই জরুরি। না থাকলে প্রবেশাধিকার মিলবে না। ”

এই উদ্যোগ প্রসঙ্গে লিপি বেগম নামে এক স্বাস্থ্যকর্মীর কথায়, “বইমেলায় বইয়ের স্টলের পাশাপাশি যে ভ্যাকসিনের জন্যও একটা স্টল করার উদ্যোগ নেওয়া হয়েছে, এর জন্য কমিটিকে ধন্যবাদ। বই কেনার পাশাপাশি ভ্যাকসিনও নিচ্ছেন অনেকে। দুটো টিকাই পাওয়া যাচ্ছে।” তবে শুধু টিকা নয়। শারীরিক দূরত্ববিধি মেনে চলাও জরুরি, সতর্কবাণী তাঁর।

আরও পড়ুন: Anubrata Mondal meets Mamata Banerjee: ট্রেনের দরজায় দাঁড়িয়ে মমতা, ‘দিদিকে’ দেখেই এগিয়ে গেলেন অপেক্ষারত অনুব্রত

মিঠু রায় নামে এক পুলিশ কনস্টেবলের কথায়, “কাজে ব্যস্ত থাকি, তাই দ্বিতীয় টিকাটা নেওয়া হয়নি এতদিন। বইমেলায় ডিউটি পড়েছে। এখানেই দ্বিতীয় ডোজ়টা নিয়ে নিলাম। এমন উদ্যোগ আর কোথাও দেখিনি।”  মেলা কমিটির এহেন উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ বিশিষ্টজন থেকে বই কিনতে আসা আমজনতাও।

আরও পড়ুন: Fake Employees in Purulia Municipality: বেতন নিচ্ছেন ‘অস্তিত্বহীন’ ১০০ পুরকর্মী! তৃণমূল পরিচালিত পুরসভায় লক্ষাধিক টাকার কেলেঙ্কারি

আরও পড়ুন: Young Boy Committed Suicide: তিস্তা ব্রিজে দাঁড়িয়ে পরিবারকে হোয়াটস অ্যাপে গ্রুপ ভিডিয়ো কল! তারপর… 

Next Article