Dhupguri: খাঁচা ভেঙেই পালাল চিতাবাঘ, গ্রাম জুড়ে আতঙ্ক
Dhupguri: বেশ কিছুদিন থেকেই বাগানে চিতা বাঘে আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। তাই ছাগলের টোপ দিয়ে পাতা হয়েছিল বাঘ ধারার খাঁচা। সেই খাঁচায় বাঘও ধরা পড়েছিল। সকালবেলা চা শ্রমিকরা সেই বাঘ দেখতে যান। কিন্তু আচমকায় খাঁচা ভেঙে ফেলে চিতা বাঘটি।
জলপাইগুড়ি: খাঁচাবন্দি হয়েও পালিয়ে যেতে সক্ষম হল চিতা । খাঁচা ভেঙেই পালিয়ে গেল পূর্ণবয়স্ক চিতাবাঘ। ডুয়ার্সের বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানের ঘটনা। চিতা বাঘের হামলায় আহত হয়েছে এক জন। ঘটনায় চাঞ্চল্য বানারহাটের আমবাড়ি চা বাগানে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বেশ কিছুদিন থেকেই বাগানে চিতা বাঘে আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। তাই ছাগলের টোপ দিয়ে পাতা হয়েছিল বাঘ ধারার খাঁচা। সেই খাঁচায় বাঘও ধরা পড়েছিল। সকালবেলা চা শ্রমিকরা সেই বাঘ দেখতে যান। কিন্তু আচমকায় খাঁচা ভেঙে ফেলে চিতা বাঘটি। পালিয়ে যেতে থাকে সেই সময় হামলা চালায় বাগানের এক চৌকিদারের উপর। গুরুতর আহত হন চঞ্চল দাস নামে চৌকিদার। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়তো বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাগান শ্রমিকদের মধ্যে।
অন্যদিকে, রবিবার রাতে ফালাকাটা ব্লকের বেংকান্দি গ্রামে হানা দিয়েছে চিতা বাঘ। গোয়াল ঘরে রাখা ছাগল তুলে চম্পট দেয়। এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি গ্রামবাসীরা। এদিকে বনদফতরের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে গৃহস্থকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)