ধূপগুড়ি: স্বামী কাজের সূত্রে বাড়ির বাইরে থাকেন। দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন স্ত্রী। এরই মধ্যে অল্প বয়সী বউয়ের মন কাড়ে পাশের পাড়ার ঠাকুরপো। প্রথমে চোখাচোখি, ধীরে ধীরে প্রেম, তারপরই একেবারে বিয়ের পরিকল্পনা। কথা ছিল, শুক্রবার রাতে ‘প্রেমিকা’কে নিয়ে পালাবে প্রেমিক দেওর। কিন্তু কপাল খারাপ! বাঁধ সাধল প্রেমিকার শাশুড়ি। ধরা পড়তেই হইচই ধূপগুড়িতে।
সূত্রের খবর, কাজের সূত্রে ওই যুবতীর স্বামী বেশির ভাগ সময়ই ভিন রাজ্যে থাকেন। সেই সুযোগে গত দু’বছর ধরে পাশের গ্রামের এক অবিবাহিত যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি করেন ওই মহিলা। প্রথমে ফোনে তাঁদের যোগাযোগ হয়। এরপরই কথা এগোয়, গাঢ় হয় সম্পর্ক। অভিযোগ, একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন তাঁরা।
এরপরই ঠিক করেন, পরকীয়াকে দাম্পত্যের মর্যাদা দেবেন। দু’জনই বিয়ের সিদ্ধান্ত নেন। শুক্রবার রাত ১০টা নাগাদ যখন ওই যুবক প্রেমিকাকে নিতে তাঁর বাড়িতে ঢোকেন, শাশুড়ির নজরে পড়ে যান। তুমুল চিৎকার চেঁচামেচি শুরু হয়। এলাকার লোকজনও ছুটে এসে ঘিরে ধরে যুবককে। বাড়ির বউ ও পাশের পাড়ার যুবক দু’জনকেই আটকে রাখেন স্থানীয়রা। যদিও ওই মহিলা বারবারই বলতে থাকেন, “আমি স্বামীকে চাই না। এই ছেলের সঙ্গেই সংসার করব।” আরও পড়ুন: ‘এই ছেলেটাই ছাগল চোর’, নিছক সন্দেহের বশে চলল গণপিটুনি, পাঁচ ঘণ্টা ঠায় দাঁড় করিয়ে রাখা হল খুঁটিতে বেঁধে
অন্যদিকে ওই মহিলার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি তো বউকে ছাড়ার জন্য বিয়ে করিনি। কিন্তু সে না থাকতে চাইলে আমার কিছু করার নেই।” এরপরই খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়।