জলপাইগুড়ি: শীতের ভোররাত। আলো ফোটার অনেক দেরি। কুয়াশার চাদরে ঢেকেছে চতুর্দিক। আচমকাই ‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে গোটা এলাকা জেগে ওঠে। আচ্ছন্ন কাটিয়ে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিয়েছে গোডাউনের অনেকটা! বাড়ি থেকে বালতি, গামলা করে জল নেভানোর চেষ্টা করতে থাকেন স্থানীয় বাসিন্দারাই। শীতের সকালে বিধ্বংসী আগুন জলপাইগুড়ির ধূপগুড়িতে।
ধূপগুড়ি হরিমন্দির এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের পাশে থাকা একটি গোডাউনে শনিবার ভোররাতে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দা ও প্রাতঃভ্রমণকারীদের কয়েকজনই প্রথমে আগুন দেখতে পান। তাঁদের চিৎকারেই ঘুম ভাঙে এলাকার।
খবর দেওয়া হয় দমকলে। কিন্তু আগুনের লেলিহান শিখা দ্রুত গ্রাস করতে থাকে গোডাউনের সিংহ ভাগ। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। এদিকে ঘিঞ্জি এলাকা হওয়ায় বড় বিপদের আশঙ্কাও থাকে। তাই স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। তারমধ্যে চলে আসে দমকল। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। প্রায় দু’ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি।
দমকল কর্মীদের কাজে প্রথমে সমস্যা হয়, কারণ এলাকার কাছাকাছি কোনও নয়ানজুলি কিংবা জলাশয় না থাকায়। যে নয়ানজুলিও ছিল, তার অর্ধেকটার বেশি পরিত্যক্ত জিনিস দিয়ে ভরাট করা হয়ে গিয়েছে। আর তাতেই জলের সন্ধান করতেই অনেকটা দেরি হয়ে যায়। এখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। তবে কী থেকে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। এখনও পর্যন্ত গোডাউন কর্তৃপক্ষেরও কোনও বক্তব্য পাওয়া যায়নি। কত কী ক্ষতক্ষতি তা জানা যায়নি।