Elephant Attack: রাতের আঁধারে গ্রামজুড়ে যথেচ্ছ তাণ্ডব, ভেঙে গুঁড়িয়ে দিল একের পর এক ঘর

Rony Chowdhury | Edited By: Soumya Saha

Jan 13, 2024 | 10:30 PM

Dhupguri: গভীর রাতে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়ে চারটি হাতি। যথেচ্ছ তাণ্ডব চালায় জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গধেয়ারখুঁটি গ্রামে। ভেঙে গুঁড়িয়ে দিয়েছে গ্রামের প্রায় ১২টি বাড়ি। ঘরের ভিতর মজুত করা ধান ও অন্যান্য খাবার খেয়ে সাফ করে দিয়েছে হাতির দল।

Elephant Attack: রাতের আঁধারে গ্রামজুড়ে যথেচ্ছ তাণ্ডব, ভেঙে গুঁড়িয়ে দিল একের পর এক ঘর
হাতির হানা
Image Credit source: TV9 Bangla

Follow Us

ধূপগুড়ি: রাতে খাওয়া-দাওয়া করে ঘুমোতে গিয়েছিলেন নিশ্চিন্তে। কিন্তু সকালে সব শেষ। মাথার উপরের ছাদ বলতে আর কিছু অবশিষ্ট নেই। এক রাতেই ঘরছাড়া হয়ে গিয়েছেন গ্রামের বহু মানুষ। সৌজন্যে এক হাতির দল। গভীর রাতে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়ে চারটি হাতি। যথেচ্ছ তাণ্ডব চালায় জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গধেয়ারখুঁটি গ্রামে। ভেঙে গুঁড়িয়ে দিয়েছে গ্রামের প্রায় ১২টি বাড়ি। ঘরের ভিতর মজুত করা ধান ও অন্যান্য খাবার খেয়ে সাফ করে দিয়েছে হাতির দল।

গ্রামে হাতির তাণ্ডব শুরু হতেই ঘুম উড়ে যায় সকলের। চিৎকার, চেঁচামেচি শুরু হয়ে যায় এলাকায়। হাতির তাণ্ডব টের পেয়ে আগেভাগেই ঘর থেকে বেরিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছিলেন ওই গ্রামবাসীরা। ফলে এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়েছেন তাঁরা। কিন্তু বাড়ি-ঘর সব তছনছ, লন্ডভন্ড হয়ে গিয়েছে। যাঁদের বাড়ি-ঘর নষ্ট হয়ে গিয়েছে, তাঁদের বেশিরভাগেই গ্রামের দরিদ্র পরিবার। টিনের চাল, টিনের দেওয়ালের বাড়ি। হাতির তাণ্ডবের জেরে বাড়ি-ঘর নিমেষেই ভেঙে চুরমার হয়ে যায়। বাড়ির ভিতরেও যথেচ্ছ তাণ্ডবের চিহ্ন স্পষ্ট। রান্নার গ্যাসের ওভেন, গ্যাসের সিলিন্ডার সব ওলট-পালট হয়ে পড়ে রয়েছে ঘরের ভিতরে। ঘরের দালানে ছড়িয়ে পড়ে রয়েছেন ধান। হাতির দল যতটা পেরেছে খেয়ে গিয়েছে, তারপর সকালে সেই অবশিষ্ট ধানে ঠোকর বসাচ্ছে মুরগি।

গতরাতের পর থেকে চরম দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ঘর-বাড়ি ভেঙে যাওয়ায়, কীভাবে সেই ধাক্কা কাটিয়ে উঠবেন, তা ভেবেই রাতের ঘুম উড়েছে তাঁদের। গতরাতের ওই ঘটনার পর ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন গধেয়ারখুঁটি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয়চন্দ্র রায়। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের আশ্বস্ত করে, পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

Next Article