বৈকণ্ঠপুর : তুষ বোঝাই বস্তার আড়ালে পাচার হচ্ছিল মহা মূল্যবান সেগুন কাঠ। অভিযান চালিয়ে উদ্ধার করল বৈকন্ঠপুর বনবিভাগের কর্মীরা। বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তর কাছে আগে থেকেই খবর ছিল, সেবক থেকে কিছু কাঠ পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে রবিবার শিলিগুড়ির মহানন্দা চর এলাকায় একটি টিম নিয়ে ওঁৎ পেতে বসেছিলেন তিনি। এরপর গোপন সূত্র পাওয়া তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট নম্বরের গাড়িটির পিছু নেন তাঁরা। সঞ্জয় দত্ত তাঁর টিম নিয়ে পিছু নিতেই মহানন্দার চর এলাকার গাড়ি ফেলে পালিয়ে যায় ওই পাচারের গাড়ির চালক। এরপর ওই গাড়িটিতে বেলাকবা রেঞ্জে নিয়ে এসে তল্লাশি চালান বনকর্মীরা। আর তাতেই চক্ষু চড়ক গাছ।
তল্লাশি শুরু করতেই দেখা যায় গাড়িতে বোঝাই করা রয়েছে তুষের বস্তা। আর সেই তুষের বস্তার আড়ালে রাখা হয়েছে সেগুন কাছ। তুষের বস্তা দিয়ে সেগুলি ঢেকে রাখা হয়েছিল। ডিএফও বৈকন্ঠপুর হরিকৃষ্ণান এই বিষয়ে জানিয়েছেন, “আমাদের কাছে খবর ছিল সেবক থেকে কিছু কাঠ পাচার হবে। সেই খবরের ভিত্তিতে শিলিগুড়িতে ঘাঁটি গেরে বসে ছিলেন বনকর্মীরা। শিলিগুড়ির মহানন্দা চর এলাকায় গাড়িটিকে দেখে সন্দেহ হয়। তার পরেই পিছু নেওয়া হয় এবং মহানন্দা চর থেকে আটক করা হয় গাড়িটিকে। গাড়িতে তিন লক্ষ টাকার সেগুন কাঠ পাওয়া যায়। গাড়ি সমেত কাঠ পাওয়া গেলেও কাউকে ধরা সম্ভব হয়নি।”
উল্লেখ্য, সঞ্জয় দত্তের নেতৃত্বে এর আগেও বহু সাফল্য পেয়েছে বন বিভাগ। রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের ঝুলিতে একাধিক সফল অভিযান রয়েছে। চোরাচালানকারীরা তাঁর ভয়ে সিঁটিয়ে থাকে। অতীতে অর্জুন পুরষ্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ স্বপ্না বর্মণের বাড়িতেও হানা দিয়েছিলেন তিনি। এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মণ সেই সময় অভিযোগ করেছিলেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল। রবিবার ফের একবার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযানকারী দল উদ্ধার করল মূল্যবান সেগুন কাঠ।
আরও পড়ুন : Housing Complex: বিজ্ঞাপন দেখে ফ্ল্যাট কিনেছিলেন, আর এখন তার ‘খেসারত’ দিতে হচ্ছে… কেন জানেন?
আরও পড়ুন : Belur Math: আরও দেড় হাজার বছর পথ দেখাবে বেলুড় মঠ, সেদিন বলেছিলেন স্বামীজি