Jalpaiguri Accident: রাতে খাওয়ার পর বসে টিভি দেখছিলেন, বাড়ি ভেঙে ঘরে ঢুকে গেল গাড়ি!

Jalpaiguri Accident: জানা যাচ্ছে, সেই সময় পাশের ঘরেই টিভি দেখছিলেন বাড়ির মালিক শিবা দুবে। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে তাঁর ঘরে ঢুতে পড়ে গাড়িটি।

Jalpaiguri Accident: রাতে খাওয়ার পর বসে টিভি দেখছিলেন, বাড়ি ভেঙে ঘরে ঢুকে গেল গাড়ি!
জলপাইগুড়িতে রাস্তা দুর্ঘটনা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2022 | 10:11 AM

জলপাইগুড়ি: ঘরের ভেতরে ঢুকে পড়ল পণ্যবাহী লরি। যদিও বরাত জোরে প্রাণে বাঁচলেন বাড়ির মালিক। সোমবার গভীর রাতে আচমকাই জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে পণ্যবাহী লরি। চাঞ্চল্যকর ঘটনা গয়েরকাটা এলাকায়। এই নিয়ে গত ৩ মাসে প্রায় চারটি বড় দুর্ঘটনা ঘটল গয়েরকাটা এশিয়ান হাইওয়ে ৪৮ চৌপতি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে একটি পণ্যবাহী লরি বীরপাড়া থেকে ধূপগুড়ি দিকে যাচ্ছিল গয়েরকাটা এলাকায় রাস্তা বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই ঢুকে পড়ে রাস্তার পাশে থাকা একটি বাড়িতে।

জানা যাচ্ছে, সেই সময় পাশের ঘরেই টিভি দেখছিলেন বাড়ির মালিক শিবা দুবে। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে তাঁর ঘরে ঢুতে পড়ে গাড়িটি। বরাত জোরে প্রাণে বেঁচে যান তিনি। বিকট শব্দে ঘুম ভাঙে আশেপাশের প্রতিবেশীদের। তাঁরা ছুটে আসেন ঘটনাস্থলে। এসে দেখতে পান, একটি বড় পণ্যবাহী লরি ঘরের ভেতরে ঢুকে পড়েছে। আসবার পত্র টিভি, ফ্রিজ সমস্ত কিছু দুমড়েমুছড়ে নষ্ট হয়ে গেছে। খবর দেওয়া হয় পুলিশকে।

ঘটনাস্থলে ছুটে আসে বানারহাট থানার পুলিশ। এদিকে গাড়ির চালক এবং খালাসি পালিয়ে যায়। এখনো এশিয়ান হাইওয়েতে গাড়িটি পড়ে থাকায় গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে ওই সড়কে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য় এলাকায়।

ওই ব্যক্তি আকস্মিকতায় ঘোর কাটিয়ে উঠতে পারছেন না। তিনি বলছেন, “ব্যাপারটা বুঝতেই পারিনি কী হল। কিছু বুঝে ওঠার আগেই দেখলাম দেওয়াল ভেঙে ঢুকে পড়ল একটা বড় গাড়ি। কী বলি বলুন তো। এ তো বরাত জোরে রক্ষা পেলাম। তবে এমনও অভিজ্ঞতার মুখে পড়তে হবে, তা ভাবিনি কখনও।”

আরও পড়ুন: বগটুইকাণ্ডে এবার তলব সাসপেন্ড হওয়া আইসিকে, কঠিন হতে পারে ‘প্রশ্নপত্র’

আরও পড়ুন:  ভাটপাড়ায় ফের বোমাবাজি, আতঙ্কিত এলাকাবাসীরা