জলপাইগুড়ি: বাস টার্মিনাসে শৌচকর্ম করতে গিয়েছিলেন। তাতেই মারাত্মক বিপদ। পিছন থেকে কিছুটা একটা মাথায় ঠেকিয়েছিল কেউ। প্রথমে বিষয়টা বুঝতেই পারেননি তিনি। পিছন ঘুরে দেখতেই গায়ের লোম খাঁড়া হয়ে যায় তাঁদের। মাথায় ঠেকানো আগ্নেয়াস্ত্র, হাতেও অস্ত্র। সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিচ্ছে কেউ। জলপাইগুড়ির ধূপগুড়ির মিউনিসিপ্যাল বাসস্ট্যান্ড এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠল জলপাইগুড়িতে।
ধূপগুড়ি শহরের ব্যস্ততম জায়গায় দুষ্কৃতী হামলার শিকার তিন যুবক। জানা গিয়েছে, ধূপগুড়ি থানার উত্তর কাঠুলিয়ার তিন যুবক কাজের সূত্রে বাড়ি থেকে মঙ্গলবার শিলিগুড়ির উদ্দেশে রওনা দেন। ধূপগুড়ি মিউনিসিপ্যাল বাস টার্মিনাসে বাসের অপেক্ষায় থেকে শৌচ কর্ম করতে গিয়েই বিপত্তি হয় তিন যুবকের।
ওই যুবকের বয়ান অনুযায়ী, তাঁরা বাথরুমেই ছিলেন। হঠাৎ পিছন থেকে কেউ বা কারা তাঁদের মাথায় কিছু ঠেকান। সেটা যে বন্দুক, তা তাঁরা প্রথমে বুঝতে পারেননি। পিছন ঘুরতেই দেখেন, কয়েকজন অপরিচিত যুবক হাতে বন্দুক-অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল। ওই তিন যুবকের সঙ্গে থাকা টাকা-ব্যাগ ছিনতাই করে তাঁরা। বন্দুক দেখিয়ে তাঁদের থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর বাস স্টান্ডের চারপাশে তাদের ঘোরানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, এরপর ব্যাগে কিছু ভরে দিয়ে তাতে তালা লাগিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে দাবি যুবকদের।
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যুবকরা। তালা লাগানো ওই ব্যাগ নিয়েই ধূপগুড়ি থানায় পৌঁছন। লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এক যুবক বলেন, “আমরা কখনই ভাবিনি বাথরুমের ভিতর এরকম কোনও ঘটনা ঘটতে পারে। ছিনতাই তো হয়েছে। কিন্তু ব্যাগে যে কী পুরে দিল ওরা, সেটাই বুঝতে পারছি না। আমরা না অন্য কোনও কেসে ফেঁসে যাই। পুলিশকে জানিয়েছি।”