Jalpaiguri Summer: পুড়ছে উত্তর, প্রচণ্ড গরমে জলপাইগুড়িতে অসুস্থ হচ্ছেন একাধিক

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 15, 2022 | 1:31 PM

Jalpaiguri Summer: বর্তমানে ওই চিকিৎসক মোড়ল পাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। তাঁর স্যালাইন, অক্সিজেন চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, কিছুক্ষণ তাঁকে পর্যবেক্ষণ রাখা হবে।

Jalpaiguri Summer: পুড়ছে উত্তর, প্রচণ্ড গরমে জলপাইগুড়িতে অসুস্থ হচ্ছেন একাধিক
জলপাইগুড়িতে অসুস্থ শিক্ষিকা

Follow Us

জলপাইগুড়ি: কোচবিহারের পর এবার জলপাইগুড়ি। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়লেন এক স্কুল শিক্ষিকা। জলপাইগুড়ি সদর উত্তর মন্ডল অন্তর্গত নাথুয়াচর প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষিকা সুস্মিতা মল্লিক। শুক্রবার অটোয় স্কুলে যাচ্ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, অত্যধিক গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

বর্তমানে ওই চিকিৎসক মোড়ল পাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। তাঁর স্যালাইন, অক্সিজেন চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, কিছুক্ষণ তাঁকে পর্যবেক্ষণ রাখা হবে। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক এর চেয়ে ৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে গরম বেড়েছে।
বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি।

বৃষ্টিহীন তপ্ত জেলায় সমস্যা হচ্ছে চাষের ক্ষেত্রেও। চালের দাম বাড়ছে দ্রুত। কোচবিহার থেকে মালদা সর্বত্রই এখন তীব্র গরম। বিক্ষিপ্তভাবে কোথাও অল্পবিস্তর বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলছে না। আবহাওয়া দফতর বলছে, ১৭ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এখনও সেভাবে বৃষ্টি হবে না।

গত কয়েকদিনে স্কুলপড়ুয়ার অসুস্থ হওয়ার খবরও সামনে আসছে। উত্তরের বিভিন্ন জেলায় একাধিক স্কুল পড়ুয়া অসুস্থ হয়েছে বলে খবর। কোচবিহারে তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যান্য জেলাগুলিতেও কার্যত একই পরিস্থিতি।

Next Article