জলপাইগুড়ি: চিতা বাঘের পর এবার ডুয়ার্সের চা বাগান লাগোয়া এলাকা থেকে উদ্ধার হল তিনটি বাইসনের মৃতদেহ। হলদিবাড়ি চা-বাগানের ঘটনা। বনদফতর সূত্রের খবর, বুধবার সকালে চা বাগানের বাসিন্দারা প্রথম বাইসনগুলিকে দেখতে পান মৃত অবস্থায়। খবর দেওয়া হয় মরাঘাট রেঞ্জ ও বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের বনকর্মীদের। বনদফতর সূত্রে খবর, মৃত বাইসনগুলোর মধ্যে একটি মা এবং দুটি শাবক রয়েছে। মরাঘাট রেঞ্জের খট্টিমারি বিটের সিএমজি ১২ কম্পার্টমেন্ট এবং হলদিবাড়ি চা বাগানের ৪ নম্বর সেকশনের মাঝ থেকে উদ্ধার করা হয় বাইসনগুলির দেহ। বনদফতরের প্রাথমিক অনুমান বাজ পড়ে বাইসন গুলোর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়না তদন্ত না হওয়া পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না।
মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল বলেন, “চা-বাগানের তরফের আমাদের কাছে খবর আসে হলদিবাড়ি এবং মরাঘাট জঙ্গলের মাঝে একটি ফাঁকা জায়গার মধ্যে তিনটি বাইসন মৃত অবস্থায় পড়ে রয়েছে। বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুটি শাবক এবং একটি মা-বাইসনকে মৃত অবস্থায় উদ্ধার করে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।”
এদিকে, সোমবারই ডুয়ার্সের চা বাগান থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বানারহাট ব্লকের ডায়না চা বাগানে। বনদফতর সূত্রে খবর, বুধবার সকাল বেলা বাগানের শ্রমিকরা কাজে যোগ দিতে যাওয়ার সময় প্রথম তাঁদের নজরে আসে, একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ মৃত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি তাঁরা বাগান কর্তৃপক্ষকে জানান। এরপর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান তাঁরা। চিতা বাঘের মৃতদেহটি উদ্ধার করে। বনদফতর সূত্রে খবর, ডায়না চা-বাগানের ৩ নম্বর সেকশনে চিতাবাঘের মৃতদেহটি পড়েছিল। তবে কীভাবে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে বনকর্মীদের অনুমান, বিষক্রিয়ায় চিতাবাঘের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত না করা পর্যন্ত মৃত্যুর আসল কারণ জানা যাবে না। ইতিমধ্যেই চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান বিন্নাগুড়ি স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায়। সেখানেই ময়নাতদন্তের পর সৎকার করা হবে চিতাবাঘ টির।