Tollygunge Physical Assault Case: ‘মা মামা যে খেলাগুলো খেলে ভাল্লাগে না…’, মেয়ের চোখে জল দেখেই দাদার সঙ্গে যা করলেন টলিগঞ্জের মহিলা…

Tollygunge Physical Assault Case: পুলিশ পকসো আইনে অভিযুক্তকে গ্রেফতার করেছে। টলিগঞ্জের ঘটনা। অভিযুক্তের বিরুদ্ধে 376 ( 2) (f) , 376 AB ধারায় মামলা রুজু করা হয়েছে।

Tollygunge Physical Assault Case: 'মা মামা যে খেলাগুলো খেলে ভাল্লাগে না...', মেয়ের চোখে জল দেখেই দাদার সঙ্গে যা করলেন টলিগঞ্জের মহিলা...
টালিগঞ্জ থানায় অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2022 | 3:19 PM

কলকাতা: মামা মাঝেমধ্যেই বাড়িতে আসতেন। ভাগ্নিকে কোলে নিয়ে ঘুরতেও যেতেন। কিন্তু বেশ কিছু দিন হলেও মামার সঙ্গে ঘুরতে যেতে চাইছিল না বাচ্চা মেয়েটা। প্রথমটায় পরিবারের সদস্যরা তাতে বিশেষ আমল দেননি। কিন্তু বাচ্চার আচরণে একটা অস্বাভাবিকত্ব দেখতে পেয়েছিলেন বাড়ির লোক। তখনই সন্দেহ হয়। সাড়ে চার বছরের বাচ্চা মেয়েটা স্রেফ বলেছিল, ‘মামা আমার সঙ্গে কেমন একটা করে। আমার জামার নীচ থেকে হাত ঢোকায়…ভালো লাগে না এসব।’ বাচ্চাটা কান্না শুরু করে, গোটা বিষয়টি পরিষ্কার হয় পরিবারের লোকের কাছে। নিজের দাদার বিরুদ্ধেই এরপর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নিগৃহীত শিশুর মা। মামার বিরুদ্ধে ভাগ্নিকে যৌন হেনস্থার অভিযোগ উঠল টলিগঞ্জে।  পুলিশ পকসো আইনে অভিযুক্তকে গ্রেফতার করেছে। টলিগঞ্জের ঘটনা। অভিযুক্তের বিরুদ্ধে 376 ( 2) (f) , 376 AB ধারায় মামলা রুজু করা হয়েছে।

নিগৃহীত শিশুর পরিবারের বক্তব্য, তাঁদের বাচ্চা ঘর থেকে বের হতে চাইছিল না গত কয়েকদিন ধরে। কিন্তু কেন? সেটাই তাঁরা বুঝতে পারছিলেন না। অভিযুক্ত তাঁদের বাড়িতে আসতেন। বাচ্চাটাকে কোলেও নিতেন। আগে বাচ্চা তাঁর মামার সঙ্গে খেলত, ঘুরতে যেত। কিন্তু শেষ কয়েকদিন মামাকে দেখলেই লুকিয়ে লুকিয়ে থাকত বাচ্চাটা।

পরিবারের সদস্যরা অভিযোগ করছেন, তাঁদের আত্মীয় যৌন নিগ্রহ করেছে। টলিগঞ্জ থানায় গত মঙ্গলবার অভিযোগ দায়ের করে পরিবার। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের অবশ্য এক্ষেত্রে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

শিশুর পরিবারের এক আত্মীয় বলেছেন, “আমাদের যা বলার পুলিশকে বলেছি। পুলিশ সবটা খতিয়ে দেখবে। আমরা উপযুক্ত শাস্তি চাই।” পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তেরও বক্তব্য শোনা হচ্ছে।

আরও পড়ুন: North 24 Parganas Chaos: অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে স্বামী, পড়শিদের নিয়েই হুড়মুড়িয়ে ঘরে ঢুকলেন স্ত্রী! পরের ঘটনা হার মানবে মধ্যযুগকেও

আরও পড়ুন: South 24 Parganas TMC: ‘দ্বিতীয় দিনে দেখব, তোকে…’ পুলিশের সামনেই মহিলার সঙ্গে ‘ঘৃণ্য আচরণ’ বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতার!