Bangladesh: টেনে হিঁচড়ে ঢোকায় ঘরে, দরজা বন্ধ করেই শুরু পৌশাচিক অত্যাচার…বাংলাদেশে হিন্দু মহিলাকে গণধর্ষণের অভিযোগ, মুখে বিষ ঢেলে খুন!
Crime: নিহত পরিবারের দাবি, গত মঙ্গলবার,২৪ ডিসেম্বর কাজ শেষে বাড়ি ফেরার পথে এক স্থানীয় যুবক ফোন পান। তাঁকে পাওনা টাকা আনতে এক ব্যক্তির বাড়িতে ডাকা হয়। ওই মহিলা সেই মতো গেলে, সেখানে কয়েকজন যুবক মিলে তাঁকে গণধর্ষণ করে। ধর্ষণের ভিডিয়োও রেকর্ড করে রাখে অভিযুক্তরা।
ঢাকা: আবারও নৃশংসতার চিত্র বাংলাদেশে। এক মহিলাকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল। মৃতার পরিবারের দাবি, গণধর্ষণের পর ওই মহিলার মুখে জোর করে বিষ ঢেলে দেওয়া হয়। যশোর হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে নির্যাতিতা তাঁর ছেলেকে নৃশংস ঘটনার বর্ণনা দিয়ে যান।
জানা গিয়েছে, মৃতা ইউনিয়ন পরিষদের সদস্য। শুক্রবার, ২৭ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। নিহত পরিবারের দাবি, গত মঙ্গলবার,২৪ ডিসেম্বর কাজ শেষে বাড়ি ফেরার পথে এক স্থানীয় যুবক ফোন পান। তাঁকে পাওনা টাকা আনতে এক ব্যক্তির বাড়িতে ডাকা হয়। ওই মহিলা সেই মতো গেলে, সেখানে কয়েকজন যুবক মিলে তাঁকে গণধর্ষণ করে। ধর্ষণের ভিডিয়োও রেকর্ড করে রাখে অভিযুক্তরা। সেই ভিডিয়ো দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছিল নির্যাতিতাকে। তাঁর থেকে দুই লাখ টাকা দাবি করে অভিযুক্তরা।
অভিযোগ, নির্যাতিতা গোটা ঘটনা পুলিশে জানিয়ে দেবে বলেছিলেন। এরপরই অভিযুক্তরা জোর করে তাঁর মুখে বিষ ঢেলে দেয়। ওই মহিলা বাড়ি ফিরে কাউকে এই বিষয়ে জানাননি। কিন্তু রাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে, ২৫ ডিসেম্বর সকালে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় নির্যাতিতা ছেলেকে যাবতীয় ঘটনা খুলে বলেন। অভিযুক্তদের নামও বলে যান।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘটনার দিন ওই মহিলাকে অভিযুক্তরা ঘরে নিয়ে যায়। তিনি ঘর থেকে চলে যেতে চাইলেও, তাঁকে জোর করে আটকে রাখা হয় এবং পরে দরজা বন্ধ করে নির্মম অত্যাচার করা হয়।
গোটা ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমেছে এলাকায়। মৃতার ছবি আঁকড়ে তাঁর ৮০ বছরের মায়ের বুক ফাটা কান্না, “মা কই, আমার মা কই?”