Khageswar Roy: ‘কিছু লোক ফালতু অভিযোগ করছেন’, দিদির দূতে কর্মসূচিতে বেরিয়ে মন্তব্য খগেশ্বরের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 19, 2023 | 8:09 AM

Khageswar Roy: বুধবার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রামপঞ্চায়েতের মধ্য বোরাগাড়ি এলাকায় "দিদির সুরক্ষা কবজ" কর্মসূচিতে দিদির দূত হয়ে প্রচারে আসেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।

Khageswar Roy: কিছু লোক ফালতু অভিযোগ করছেন, দিদির দূতে কর্মসূচিতে বেরিয়ে মন্তব্য খগেশ্বরের
খগেশ্বর রায় (নিজস্ব চিত্র)

Follow Us

জলপাইগুড়ি: ‘দিদির দূত’ (Didir Doot) হয়ে বিভিন্ন জেলায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতাদের। গত কয়েকদিন এমন ছবি সামনে এসেছে বিভিন্ন জায়গা থেকে। সেই একই চিত্র উত্তরবঙ্গে। ফের দিদির দূত হয়ে প্রচারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রামের ঘটনা।

বুধবার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রামপঞ্চায়েতের মধ্য বোরাগাড়ি এলাকায় “দিদির সুরক্ষা কবজ” কর্মসূচিতে দিদির দূত হয়ে প্রচারে আসেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। ওনারা সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরজাহান বেগম, তৃণমূল কংগ্রেসের ধূপগুড়ি গ্রামীণ ব্লক সভাপতি দীপু রায়। বিধায়ককে সামনে পেয়ে গ্রামবাসীরা রীতিমতো ক্ষোভ উগড়ে দেন। অভিযোগ করেন রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হয়েছেন। মিলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, বাড়িতে নেই বিদ্যুৎ এমনকী লক্ষীর ভাণ্ডার থেকেও বঞ্চিত হয়েছেন তাঁরা। অভিযোগ একাধিকবার স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনিক আধিকারিকদের দুয়ারে দুয়ারে ঘুরেও মেলেনি সুরাহা।

তিনি বলেন, “আমরা সরকারি নির্দেশে এলাকাভিত্তিক ঘুরে ঘুরে মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনার জন্য দিদির দূত হিসেবে এসেছি। আজ বারোঘরিয়া অঞ্চলে স্থানীয় নেতৃত্বের সঙ্গে আছি ৷ এখানে কিছু এলাকায় ইলেকট্রিক পৌঁছয়নি। সঙ্গে আমি বিদ্যুৎ দফতরের ডিভিশন ম্যানেজারকেও ফোন করে জানালাম। উনি অতিসত্বর এখানকার প্রধানের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন।আর কিছু কিছু লোক মিথ্যা কথা বলছেন। ফালতু অভিযোগ করছেন। আমাদের সন্দেহ তাঁরা বিজেপি করে। সব কিছু পেয়েও ফালতু অভিযোগ করছে। সঙ্গে প্রধানকে জানিয়ে দিলাম এখানে যেসমস্ত এলাকায় রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যা সেগুলো লিখিত আকারে জানাতে, আমি দিদির দূত হিসেবে সমস্যা সমাধান করার চেষ্টা করবো।”

এ দিন নিজের এলাকায় বিধায়ককে পেয়ে তাঁদের অভিযোগের কথা তুলে ধরেন গ্রামবাসীরা। এরপর বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন এলাকা ঘোরার পর খগেশ্বর রায় এক তৃণমূল কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন করেন।

Next Article