জলদাপাড়া: জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলোতে ভয়াবহ আগুন। পর্যটকদের কাছে অন্যতম বড় আকর্ষণ ছিল হলংয়ের এই বন বাংলোটি। শুধু এ রাজ্যের পর্যটকরাই নন, দেশ-বিদেশের পর্যটকদের কাছে অন্যতম পছন্দের জায়গা ছিল এই বাংলো। হলং বাংলোর বুকিংয়ের চাহিদা সব সময় তুঙ্গে থাকে। মঙ্গলবার রাতে আচমকাই আগুন লাগে সেই বাংলোয়। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাংলো। আগুনের লেলিহান শিখা ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে থাকে। তবে বর্ষার মরশুমে বর্তমানে জলদাপাড়া জাতীয় উদ্যান বন্ধ রয়েছে পর্যটকদের জন্য। ফলে হলং বাংলোয় এই সময়ে কোনও পর্যটক ছিলেন না। নাহলে বড়সড় অঘটন ঘটে যাওয়ার আশঙ্কা ছিল।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ ঐতিহ্যবাহী হলং বাংলোতে আগুন লাগে। বীভৎস অগ্নিকাণ্ডে পুড়ে খাক গোটা বাংলো। বাংলোয় যে ক’টি ঘর ছিল, সবগুলিই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। কার্যত ভষ্মীভূত হয়ে গিয়েছে পর্যটকদের অত্যন্ত পছন্দের জলদাপাড়ার হলং বন বাংলো। পর্যটক নেই, জাতীয় উদ্যান বন্ধ… এমন অবস্থায় কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ঐতিহ্যবাহী হলং বাংলোর ঢিল ছোড়া দূরেই রয়েছে বন আধিকারিক ও বনকর্মীদের কোয়ার্টার। সকলের নজর এড়িয়ে কীভাবে এত বড় অগ্নিকাণ্ড ঘটল, সে নিয়েও প্রশ্ন উঠে আসছে। উল্লেখ্য, রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুরও খুবই পছন্দের জায়গা ছিল জলদাপাড়া। উত্তরবঙ্গ গিয়ে বহুবার তিনি উঠেছেন এই হলং বাংলোয়। ২০১৪ সালে অভয়ারণ্য থেকে জাতীয় উদ্যানের তকমা পেয়েছিল জলদাপাড়া। সময়ের সঙ্গে সঙ্গে হলং বাংলোর জনপ্রিয়তা আরও বেড়েছে। সেই হলং বন বাংলো মঙ্গলবারের বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই।
চিকিৎসক তথা ভ্রমণ প্রেমী দেবাঞ্জন রায় এই দুর্ঘটনার পর জানিয়েছেন, ‘আমাদের পছন্দের জায়গা ছিল হলং বন বাংলো। দীর্ঘ সময় অপেক্ষা করে বুকিং করতাম। ডুয়ার্সে ঘুরতে এলে হলং বাংলোতেই উঠতাম আমরা। এখান থেকে বন্যপ্রাণী খুব সহজেই চোখের সামনে দেখা যেত। আগুন লাগার ঘটনাটা মেনে নেওয়া যাচ্ছে না। আদৌ কি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, নাকি অন্য কোনও গন্ধ রয়েছে? বন দফতরের উচিত ভাল করে তদন্ত করা।’
রাজ্যের মুখ্য বনপাল দেবল রায়কে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘ঘটনার খবর শুনেছি, তদন্ত শুরু করা হয়েছে।’