Deadbody Recover: কিছুই টের পাননি পরিবারের সদস্যরা, পুকুরঘাটের পাশ থেকে উদ্ধার মা সহ ২ শিশুর মৃতদেহ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 02, 2021 | 6:17 AM

Jalpaiguri: পুকুরের পাশ থেকেই মা সহ দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে রাজগঞ্জ থানার পুলিশ।

Deadbody Recover: কিছুই টের পাননি পরিবারের সদস্যরা, পুকুরঘাটের পাশ থেকে উদ্ধার মা সহ ২ শিশুর মৃতদেহ
নাবালকের দেহ উদ্ধার (প্রতীকী চিত্র)

Follow Us

জলপাইগুড়ি: মর্মান্তিক ঘটনা ঘটল জলপাইগুড়িতে। দুই শিশু সহ এক মায়ের দেহ উদ্ধার হয়েছে। তবে জানতে পারা যায়নি খুন নাকি আত্মহত্যা করেছে তারা। পাশাপাশি প্রশ্ন উঠছে আত্মহত্যাও হয়ে থাকে তবে ওই শিশুদের ক্ষেত্রে কী হল? তাদের কি কেউ খুন করছে? নাকি অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে এই মৃত্যুর পিছনে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমরার রাতের ঘটনা। জানা গিয়েছে, জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রামপঞ্চায়েত এলাকার জিতু পাড়ায় একটি পুকুর রয়েছে। সেই পুকুরের পাশ থেকেই মা সহ দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে রাজগঞ্জ থানার পুলিশ (Rajgunj police Station)।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃত মায়ের নাম তারিমা খাতুন (২২), এক সন্তান আনিশা খাতুন (৪)মেয়ে, এবং অপর এক সন্তান নাহিদ মহঃ (১) । বছর ছয়েক আগে স্থানীয় বাসিন্দা বছর তেইশের বদ্দিন মহম্মদের সঙ্গে  বিয়ে হয় তারিমার।

তবে কেন এই ধরনের ঘটনা ঘটেছে তা জানতে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের পাশাপাশি রাজগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ উদ্ধারের পর রাতেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Jalpaiguri Hospital) দেহ পাঠিয়েছে রাজগঞ্জ থানার পুলিশ (Rajgunj Police STation)। পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি আত্মহত্যার ঘটনা।

উল্লেখ্য, গতমাসে আত্মহত্যার আরও একটি ঘটনা সামনে আসে। সেই সময় ঘটনাস্থান ছিল উত্তর ২৪ পরগনার হাসনাবাদ। বন্ধ ঘর থেকে উদ্ধার হয় কিশোরীর ঝুলন্ত দেহ। লিশ ঘটনাস্থানে এসে ওই কিশোরীকে উদ্ধার করে টাকি হাসপাতালে (Taki Hospital) নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশের তরফে মৃতদেহটি বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে কী কারণে ঘটনা ঘটেছিল তা জানতে পারা যায় না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর সতেরোর ওই কিশোরী রামেশ্বরপুর আদর্শ ইউনিয়ন হাইস্কুলের ছাত্রী। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সোমবার রাতে একসঙ্গেই খাওয়া দাওয়া করে সে। এরপর অন্যান্য দিনের মতই নিজের ঘরে ঘুমাতে যাওয়ার নাম করে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু গভীর রাতে ঘরে জানলা দিয়ে তনুশ্রীর ঝুলন্ত অবস্থায় দেখেন পরিজনেরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাসনাবাদ থানায় (Hasnabad police Station)। পুলিশ ঘটনাস্থানে এসে ওই কিশোরীকে টাকি গ্রামীণ হাসপাতাল নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করার পর মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: By-Election Results 2021: শীতের আগমনীতে চার উপনির্বাচনের ফলপ্রকাশ মঙ্গলে, কোন দিকে বইবে হাওয়া?

Next Article