ধূপগুড়ি: বিজেপি তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতেই সবথেকে বিড়ম্বনা যে কেন্দ্র নিয়ে শুরু হয়েছে তা আলিপুরদুয়ার। এই লোকসভা কেন্দ্রের সাংসদ জন বার্লা। চা বলয়ের অতি পরিচিত। মুখ। তবে এবার বার্লাকে টিকিট দেয়নি দল। বদলে এ কেন্দ্রের প্রার্থী করেছে মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞাকে। আর এরপর থেকেই ক্ষোভে ফুঁসছেন জন বার্লা ও তাঁর অনুগামীরা। এবার সেই প্রতিবাদের আঁচ পড়েছে চা বাগানেও। জন বার্লার সমর্থনে এবং মনোজ টিজ্ঞার বিরুদ্ধে চা বাগানে রাতের অন্ধকারে পড়ল পোস্টার। গয়েরকাটার ঘটনা।
একদিকে যখন দেওয়াল লিখনের মধ্য দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী মনোজ টিজ্ঞা। তখন ডুয়ার্সের চা বলয়ে পড়ল জন বার্লার সমর্থনে হাতে লেখা পোস্টার। এই পোস্টার ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।
জলপাইগুড়ি জেলার গয়েরকাটা চা বাগানের বিভিন্ন জায়গায় শুক্রবার এই ধরনের পোস্টার দেখা গিয়েছে। সেখানে কোনওটায় লেখা, ‘মনোজ টিজ্ঞা কো দূর হঠাও, জন বার্লাকো সংসদ বানাও’। আবার কোথাও পোস্টারে লেখা, ‘জন বারলাকে সাংসদ রূপে দেখতে চাই।’ স্বভাবতই এই পোস্টারে বিরোধী দলে বেড়েছে বিড়ম্বনা। যদিও জন বার্লার বক্তব্য, কারা এই পোস্টার দিয়েছেন সে সম্পর্কে কোনও ধারণাই তাঁর নেই। এই চা বাগানে তাঁর কোনও সংগঠনও নেই।
গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গে ভাল ফল করেছে। গত লোকসভা ভোট থেকেই উত্তরের জেলাগুলিতে দাপট দেখিয়েছে বিজেপি। ২০১৯ সালে জন বার্লার নাম ঘোষণা হতেই, চা বলয়ে হইহই পড়ে গিয়েছিল। আরও একটা ভোট আসছে। তবে এবার হইচই। জন বার্লার নাম নেই তালিকায়। সাংসদ নিজেও মানতে পারছেন না, মানতে পারছেন না তাঁর অনুগামীরাও। সূত্রের খবর, জন বার্লার ক্ষোভ মেটাতে এবার আসরে নামতে চলেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।