Road Accident: গতকাল রাতের পর আজ ফের! দুর্ঘটনায় আহত ২ জন

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 12, 2021 | 7:20 AM

Jalpaiguri: গতকাল ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর।

Road Accident: গতকাল রাতের পর আজ ফের! দুর্ঘটনায় আহত ২ জন
পথ দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির (নিজস্ব ছবি)

Follow Us

জলপাইগুড়ি: একের পর এক দুর্ঘটনার খবর। শীত পড়তেই যেন আরও বেড়ে গিয়েছে পথ দুর্ঘটনা। কারণ শীতকালে সকাল ও রাতে কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাব চোখে পড়ে। যার কারণে ঘটে যায় একের পর এক দুর্ঘটনা।

ঘটনাস্থান ধূপগুড়ির সার্ভিস রোড। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। মৃতের নাম নন্দদুলাল সরকার (৫৫)। ধূপগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।

গতকাল আনুমানিক রাত দশটা নাগাদ সাইকেলে করে দুধ,মুড়ি কিনে বাড়ি ফিরছিলেন তিনি। ঠিক সেই সময় ধূপগুড়ি বাস টার্মিনাল সংলগ্ন এশিয়ান হাইওয়ে ৪৮-এর পাশে রোডের কালভার্টের উপর একটি ডাম্পার পিষে দিয়ে চলে যায় তাঁকে।

খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে এবং দমকল কর্মীদের। খবর পেয়ে এলাকায় আসেন পুলিশকর্মীরা। প্রচুর মানুষ ভিড় জমান সেখানে। উত্তেজিত জনতা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরি চালককে মারধর শুরু করে। তাদের অভিযোগ সার্ভিস রোড দখল করে পণ্যবাহী লরি দাঁড়িয়ে থাকায় মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে, আর সেই কারণে এই মৃত্যু।
এদিকে ঘাতক গাড়িটি পালিয়ে যায়।গাড়ি মাপার মেশিন ঘরে লাগানো সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা গাড়ির নাম্বার যাচাইয়ের জন্য।

এরপর ফের আজ সকালে ফের দুর্ঘটনা ঘটে ধূপগুড়িতে। ঘটনায় আহত হন ২ জন।

প্রসঙ্গত, দুর্ঘটনা এড়াতে রাতের বেলা দূরপাল্লার পণ্যবাহী লরি চলাচল বন্ধ করল ট্রাফিক পুলিশ। রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত দূরপাল্লার কোনও লরিই চলাচল করবে না ক’দিন।

রাতের সময়টা কুয়াশার দাপট অনেকটাই থাকে। যার জেরে দৃশ্যমানতা থাকে কম। ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। এইজন্যই পুলিশের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয় পুলিশের তরফ থেকে রীতি মত অনুরোধ করা হয়েছে যাতে এই সময় টুক যেন লরি না চালান হয়।

এবার, এই উদ্যোগে শনিবার ধূপগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় ধূপগুড়ি ট্রাফিক গার্ডের তরফ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অংশ হিসেবে একাধিক কর্মসূচি পালন করা হয়। গাড়ি গুলি সামনে ও পেছনে রিফ্লেক্টর স্টিকার আটকানো দেওয়া হয়েছে। এর ফলে কোনও গাড়ি দাঁড়িয়ে থাকলে দূর থেকে চলন্ত গাড়ির আলো সেটিতে পড়লে চকচক করবে। যার জেরে দুর্ঘটনার সম্ভাবনা খানিকটা হলেও কম থাকবে বলে মনে করা হচ্ছে। সাধারণত দেখা যায় শীতের রাত ও ভোরে দুর্ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে শীতের দিনে কুয়াশার কারণে একাধিক দুর্ঘটনা হয়েছে ইতিপূর্বে। পাশাপাশি এই সমস্ত দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে।

আরও পড়ুন: Amit Shah on development: অতিমারিতেও উন্নয়ন নিশ্চিত করেছে সরকার, জানালেন অমিত শাহ

 

 

Next Article