Trinamool Congress: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল চা বাগান, পুলিশের গাড়িতেও ভাঙচুর
Trinamool Congress: বুধবার কৃষ্ণ দাস গোষ্ঠীর এক যুবক মহেশ রাউতিয়া-সহ ৫ জনের নামে কোতোয়ালি থানায় ছিনতাই সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের হয়। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন মহেশ রাউতিয়া। যদিও তা নিয়ে চাপানউতোর চলছিলই।

জলপাইগুড়ি: ভোটের এখনও বেশ খানিকটা দেরি। কিন্তু, তার আগে কোন্দল কাঁটায় অস্বস্তি বেড়েই চলেছে তৃণমূল কংগ্রেসের। এরইমধ্যে ফের তপ্ত জলপাইগুড়ি। ব্যাপক উত্তেজনা জলপাইগুড়ি করলা ভ্যালি চা বাগানে। ভাঙচুর চলল পুলিশের গাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝামেলা নতুন নয়। চলছিল বেশ কিছুদিন ধরেই।
বেশ কয়েকদিন ধরেই চা বাগানের শ্রমিক মহল্লা দখল নিয়ে তৃণমূলের জেলা কমিটি ঘনিষ্ঠ মহেশ রাউতিয়া এবং কৃষ্ণ দাস গোষ্ঠীর অনুগামীদের মধ্যে বিভিন্ন ইস্যুতে মাঝেমধ্যেই বিরোধ চলছিল। বুধবার কৃষ্ণ দাস গোষ্ঠীর এক যুবক মহেশ রাউতিয়া-সহ ৫ জনের নামে কোতোয়ালি থানায় ছিনতাই সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের হয়। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন মহেশ রাউতিয়া। যদিও তা নিয়ে চাপানউতোর চলছিলই।

ব্যাপক উত্তেজনা এলাকায়
বৃহস্পতিবার দিনভরও চাপা উত্তেজনা ছিল চা বাগানে। কিন্তু, রাতে তা গড়াল মারামারিতে। তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। উত্তেজনার আবহ এলাকার বাসিন্দাদের মধ্যেও। ততক্ষণে খবর চলে গিয়েছে পুলিশের কাছে। সংঘর্ষর খবর পেয়ে করলা ভ্যালি চা বাগানে ছুটে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকেরা। উত্তেজিত জনতা আবার পুলিশের গাড়ি ভাঙচুর করে। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখায়।
