Elephant Update: শহর থেকে অবশেষে জঙ্গলে ফিরল হাতি! প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 15, 2021 | 8:18 AM

Jalpaiguri: রবিবার বিকেল ৫ টা নাগাদ জলপাইগুড়ি কবরস্থান থেকে হাতি দুটিকে তাড়ানো শুরু করে বনকর্মীরা।

Elephant Update: শহর থেকে অবশেষে জঙ্গলে ফিরল হাতি! প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
জঙ্গলে প্রবেশ হাতির

Follow Us

জলপাইগুড়ি: হাতির (Elephant) অত্যাচারে গতকাল রীতিমত নাস্তানাবুদ হতে হয়েছে জেলা প্রশাসনকে।  জলপাইগুড়িতে জারি হয়েছে ১৪৪ ধারা। হাতির যাতায়াতের পথে বিপত্তি রুখতে ৩১ নং জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায় যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। অবশেষে রাত ১২ নাগাদ হাতিগুলিকে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হয় বনদফতর।

এদিকে, গতকাল থেকে হাতি দু’টিকে জঙ্গলে ফেরাতে হিমসিম খাচ্ছে বনদফতর। রবিবার বিকেল ৫ টা নাগাদ জলপাইগুড়ি কবরস্থান থেকে হাতি দুটিকে তাড়ানো শুরু করে বনকর্মীরা। কবরস্থান থেকে হাতি দু’টি বেরিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের দিকে আসে। এরপর ফের তাড়া খেয়ে কবরস্থানের দিকে ফিরে যায় হাতি।

পরে আবার সেখানে বাজি-পটকা ফাটালে এলাকা থেকে বেরিয়ে আবার সুপার স্পেশালিটি হাসপাতালের দিকে চলে আসে। সেখান থেকে তাড়া খেয়ে ফের আবার কবরস্থানের কাছকাছি চলে যায় তারা। পরে  হাতিদের নদী পথে জাতীয় সড়কে তোলার চেষ্টা চালায় বনদফতর।

অপরদিকে উৎসাহী মানুষের ভিড় এড়াতে তৎপর হয়েছে বনদফতর। সাধারণ জনগণ যাতে কোনও ভাবেই হাতিগুলিকে ক্ষিপ্ত না করে সেই কারণে জাতীয় সড়কে মাইকিং শুরু করে পুলিশ। একইসঙ্গে জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়ককের গোশালা মোড় এলাকায় যান চলাচল বন্ধ করে দিয়ে ঘুরপথে গাড়ি চলাচল করার সিদ্ধান্ত গ্রহণ করে তারা।

ঘটনায় এক পরিবেশ কর্মী জানান, “গতকাল দু’টি পূর্ণবয়স্ক হাতি জঙ্গল ছেড়ে এলাকায় ঢুকে পড়েছিল। কাল রাত থেকে বনদফতর, পুলিশকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আমরা ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করেছি হাতি দু’টিকে যাতে সুস্থ ভাবে জঙ্গলে ফেরত পাঠানো যায়। গতকাল থেকে আমরা এই অভিযান চালাচ্ছি। অবশেষে সেটি সফল হয়েছে। তাই প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। সকলের সহযোগীতা না থাকলে এই দায়িত্ব পালন করা সম্ভব হতো না। ”

প্রসঙ্গত, গতকাল বৈকুণ্ঠপুরের জঙ্গল ছেড়েই তিস্তার পাড় ধরে দু’টি হাতি শহরে হানা দেয়। এরপর তারা চলে আসে সোজা কোভিড হাসপাতাল (COVID Hospital) সংলগ্ন এলাকায়। জানা যায়, হাতির হানায় ভেঙে গিয়েছে হাসপাতালের দেওয়াল। এরপর ওই হাতি দু’টি জলপাইগুড়ি এসি কলেজ বয়েস হোস্টেলের পিছনে থাকা করলা নদী (Karola River) সংলগ্ন এলাকার একটি ঝোপে আশ্রয় নেয়।

হাতি দু’টি পূর্ণবয়স্ক। শেষ পাওয়া খবর অনুযায়ী,পবিত্র নগর কলোনি সংলগ্ন এবিপিসি ক্লাবের (ABPC Club) খেলার মাঠের সীমানা প্রাচীর টপকে হাতি দুটি কবর খানায় যায়। সেখানে আগে থেকেই উপস্থিত থাকে বনদফতর। তারা নজর রাখে হাতিগুলির উপর। পরে এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা।

আরও পড়ুন: Adhir Chowdhury: দাবি বিকল্প ব্রিজ! একক পদযাত্রায় আজ পথে অধীর

Next Article