Adhir Chowdhury: দাবি বিকল্প ব্রিজ! একক পদযাত্রায় আজ পথে অধীর

Murshidabad: ১৫ ও ১৬ তারিখ সেই কর্মসূচি পালনের জন্য দিন ঘোষণা করা হয়।

Adhir Chowdhury: দাবি বিকল্প ব্রিজ! একক পদযাত্রায় আজ পথে অধীর
তৃণমূলকে তোপ অধীরের, ছবি ফেসবুক।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2021 | 8:20 AM

মুর্শিদাবাদ: একটি মাত্র ব্রিজ। যার কারণে যাতায়াতের চরম অসুবিধা। দীর্ঘদিন ধরেই যানজটের সমস্যা। এই অসুবিধার থেকে মুক্তি পেতে ক্রমাগত একটি বিকল্প ব্রিজের দাবি জানিয়ে আসছিলেন তারা। কিন্তু কানে যেন কোনও ভাবে কথা পৌঁছাছিল না প্রশাসনের। বিকল্প ব্রিজের দাবিতে আসরে নামেন কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী।

জানা গিয়েছে, বিকল্প ব্রিজের দাবির কথা শোনা মাত্রই এসডিওর থেকে অনুমতি নিয়ে যথাযথ একটি বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে কংগ্রেস দলনেতা। ১৫ ও ১৬ তারিখ সেই কর্মসূচি পালনের জন্য দিন ঘোষণা করা হয়। কিন্তু হঠাৎ সেই কর্মসূচি বাতিল করে প্রশাসন।

সেই কারণে করোনা বিধি মেনে একক পদযাত্রার সিদ্ধান্ত গ্রহণ করেন অধীর। দু’দিনই একক পদযাত্রা করবে কংগ্রেস দলনেতা। ১৫ ই নভেম্বর অর্থাৎ আজ বেলা ৩টে থেকে কান্দির গোকর্ন থেকে পুরন্দরপুর পর্যন্ত যাত্রা করবেন। আগামীকাল অর্থাৎ ১৬ নভেম্বর সকাল ৯টা নাগাদ পুরন্দরপুর থেকে কান্দি পর্যন্ত পদযাত্রা করবেন তিনি।

উল্লেখ্য, বারবার জনস্বার্থ মুখ খুলতে দেখা গিয়েছে অধীর চৌধুরীকে। গত ১১ নভেম্বর মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, “বিজনেস সামিটের নামে কোটি কোটি টাকার মোচ্ছব করেছেন মুখ্য়মন্ত্রী। আর দেউচা পাচামি প্রকল্প হল কুমিরের ছানা। আগে বলেছিলেন বাংলায় শিল্প হবে। কোথায় হয়েছে! দেউচা পাচামি নিয়ে মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুন। তামিলনাড়ু, বিহার, উত্তর প্রদেশ, কর্ণাটক, আরও অনেকগুলো রাজ্যে কোল মাইনিং প্রজেক্টের কথা বলা হয়েছিল। কোনও রাজ্য এই প্রস্তাব গ্রহণ করেনি। কারণ তা লাভজনক হবে না। পশ্চিমবঙ্গ এই প্রস্তাব গ্রহণ করেছে। কেন গ্রহণ করল? এর কি কোনও বাণিজ্যিক লাভ রয়েছে? মুখ্য়মন্ত্রী কি তথ্য় দিতে পারবেন একটা কয়লাখনি তৈরি হলে সেইখানে কয়লার পরিমাণ কত হবে? এক কুইন্টাল কয়লা তুলতে কত খরচ হবে তা কি জানা আছে, কতজনকে খনির কাজে নিয়োগ করা যাবে, তার তথ্য কি মুখ্য়মন্ত্রী দিতে পারবেন?”

“সিঙ্গুরে যেভাবে জমি অধিগ্রহণ শুরু হয়েছিল, আমরা সেভাবে করব না। আমরা প্রথমে নিজেদের জমি দিয়ে শুরু করব। তার পর প্যাকেজটা এজন্য বলে দিলাম। জমি দিলে দেওয়া হবে আর্থিক ক্ষতিপূরণ ও বাড়ি।” ডেউচা পাচামি কয়লা ব্লক প্রকল্প নিয়ে এদিন বিধানসভায় এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুখ্য়মন্ত্রীর সেই ঘোষণার বিরুদ্ধে এ বার বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

আরও পড়ুন: Baruipur Hospital: ‘হাসপাতালের অসুখ’ সারাতে আসরে বিমান, অব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন