TMC BJP Clash: ভোট শেষে ফের তপ্ত জলপাইগুড়ি, বিজেপির উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Nileswar Sanyal | Edited By: জয়দীপ দাস

Apr 20, 2024 | 2:47 PM

TMC BJP Clash: যদিও দলের বিরুদ্ধে অভিযোগ ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব রোশন হাবিব। উল্টে তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অবৈধভাবে লাঠিচার্জ, মহিলা ভোটারদের চমকানোর অভিযোগ তুলেছেন।

TMC BJP Clash: ভোট শেষে ফের তপ্ত জলপাইগুড়ি, বিজেপির উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তপ্ত এলাকা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: প্রথম দফার ভোটে উত্তরবঙ্গের নানা প্রান্ত থেকে এসেছিল অশান্তির ছবি। এবার ভোট শেষ হতেই আবারও অশান্ত হয়ে উঠল জলপাইগুড়ির রাজগঞ্জের সন্ন‍্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত। একাধিক বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ পিকেট।

শেষ পঞ্চায়েত নির্বাচনে এই সন্ন‍্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতে ব্যাপাক অশান্তির ছবি দেখা গিয়েছিল। সিপিএম কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উঠেছিল। ব্যাপক ব্যালট লুঠের অভিযোগও সামনে এসেছিল। এবার লোকসভা ভোটের শেষেও যেন দেখা গেল একই প্রতিচ্ছবি। ভোট শেষ হতেই ঝামেলার সূত্রপাত। অভিযোগ, এবার টার্গেট বিজেপি কর্মীরা। সন্ন্যাসী কাটা গ্রামপঞ্চায়েতের  ১৮ / ১২৬ নম্বর বুথ এলাকায় একাধিক বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় বেশ কয়েকজনের ঘর বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

যদিও দলের বিরুদ্ধে অভিযোগ ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব রোশন হাবিব। উল্টে তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অবৈধভাবে লাঠিচার্জ, মহিলা ভোটারদের চমকানোর অভিযোগ তুলেছেন। অন‍্যদিকে বিজেপি নেতৃত্বর দাবি, তৃণমূলের সংস্কৃতি এটা। মানুষ সবটাই বুঝে গিয়েছে। জেলাশাসক শামা পারভিন জানিয়েছেন, কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। অভিযোগ এলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

Next Article