Dooars Tourism: ডুয়ার্সে পর্যটনের নয়া দিশা, সেজে উঠছে জঙ্গল লাগোয়া হোমস্টে

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 23, 2022 | 4:35 PM

Jalpaiguri: নতুন পর্যটন কেন্দ্র হিসেবে সেজে উঠছে তোতাপাড়া জঙ্গল লাগোয়া মগোলকাটা রাভা বস্তি। জঙ্গলের গা ঘেঁষে তৈরি করা হয়েছে হোমস্টে।

Dooars Tourism: ডুয়ার্সে পর্যটনের নয়া দিশা, সেজে উঠছে জঙ্গল লাগোয়া হোমস্টে
ডুয়ার্সের পর্যটন

Follow Us

জলপাইগুড়ি: নভেম্বরের প্রায় শেষ। শীতের কামড় বসতে শুরু করেছে রাজ্যে। হচ্ছে পারদ পতন। শীতের মরশুমে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে অন্যতম আকর্ষণের জায়গা ডুয়ার্স (Dooars Tourism)। ফি বছর বহু পর্যটক শীতের মরশুমে ডুয়ার্সে ঘুরতে যান। পাহাড়, জঙ্গল, নদী, বণ্যপ্রাণীর টানে বার বার ছুটে আসেন পর্যটকরা। আর সেই পর্যটকদের কথা ভেবেই এবার ডুয়ার্সের বনবস্তি এলাকায় গড়ে তোলা হচ্ছে হোম স্টে। নতুনভাবে ঢেলে সাজিয়ে তোলা হচ্ছে পর্যটন ব্যবস্থা। নতুন পর্যটন কেন্দ্র হিসেবে সেজে উঠছে তোতাপাড়া জঙ্গল লাগোয়া মগোলকাটা রাভা বস্তি। জঙ্গলের গা ঘেঁষে তৈরি করা হয়েছে হোমস্টে। স্থানীয় মানুষদের আশা, এবার শীতের মরশুমে পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে এই এলাকা।

এদিন হোমস্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পুরসভার প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, এলাকার উপ প্রধান নির্মল রায় সহ অন্যান্যরা। নিরিবিলি পরিবেশে তৈরি হওয়া এই হোমস্টে পর্যটকদের ভিড় টানবে বলে আশাবাদী এলাকার মানুষজন। জঙ্গল লাগোয়া এই হোমস্টেতে রয়েছে মোট আটটি ঘর। এর পাশাপাশি রয়েছে ডরমিটরির ব্যবস্থাও। ভাগ্য ভাল থাকলে, এখানে বসেই দেখা মিলতে পারে বন্য জীবজন্তুর। পাশাপাশি এই পাহাড়ি জঙ্গলের ঝোঁড়া থেকে পাওয়া যাবে মাছও। গ্রামের টাটকা শাক সব্জির স্বাদ পেতে পারেন পর্যটকরা। যোগাযোগ ব্যবস্থাও খুব সুন্দর। ডুয়ার্সের বানারহাট ও ধূপগুড়ি হয়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে এই হোমস্টেতে। প্রসঙ্গত, পাহাড় ও ডুয়ার্সে হোমস্টেগুলি আরও সাজিয়ে তোলার জন্য এর আগেও বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর দিতে বলা হয়েছিল পর্যটনের মানোন্নয়নে।

ওই হোমস্টের অন্যতম মালিক ময়না ঘোষ জানাচ্ছেন, “পর্যটকদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যটকরা ঘুরতে এলে একটু নিরিবিলি জায়গা খোঁজেন। জঙ্গল লাগোয়া এলাকায় থাকতে পছন্দ করেন। কংক্রিটের শহরে থাকার পর ডুয়ার্সে বেড়াতে এলে বিশুদ্ধ বাতাস এবং বন্যপ্রাণী এই সমস্ত কিছু তাঁদের প্রথম প্রায়োরিটি থাকে। তাই তাঁদের কথা ভেবে জঙ্গল লাগোয়া বনবস্তিতে এই হোমস্টে করা হয়েছে। আশা করছি পর্যটকদের পছন্দের জায়গা হয়ে উঠবে এই মগোলকাটা রাভাবস্তি।”

ধূপগুড়ি পৌরসভার প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, “খুব ভাল উদ্যোগ। নতুন হোমেস্টে উদ্বোধন হল আজ। এই হোমস্টে তৈরির মধ্য দিয়েই এখানকার অর্থনৈতিক উন্নতি ঘটবে। খুব মনোরম পরিবেশ রয়েছে এখানে। একপাশে জঙ্গল, অন্য পাশে ঝোরা। তার পাশে চাষের ক্ষেত রয়েছে। স্বাভাবিকভাবে তা পর্যটকদের আকর্ষের কেন্দ্র বিন্দু হয়ে উঠবে।”

Next Article