পশ্চিম মেদিনীপুর: লাইনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম স্টেশন সংলগ্ন এলাকায়।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে টাটার দিক থেকে আসা একটি এক্সপ্রেস ট্রেনের সামনে এক যুবক ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। একেবারেই ছিন্নভিন্ন হয়ে যায়। প্রায় ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায় নি। রেল পুলিশ চেষ্টা করছে তার মোবাইল ফোন ও তাঁর কাছে থাকা কাগজপত্রগুলি দেখে তাঁকে শণাক্ত করার।
স্থানীয় বাসিন্দারা, মৃতদেহটি দেখে শণাক্ত করতে পারে নি। কী কারণে ওই যুবক চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা খতিয়ে দেখা হবে বলে রেল পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। রেল পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি। ওই ঘটনার পর এক্সপ্রেস ট্রেনটি খড়গপুরের উদ্দেশ্যে রওনা হয়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।