Pujoy Pulse: একগুচ্ছ উপহার নিয়ে পুজোর শহরে আসছে ‘পুজোয় পালস’! কোথায় কবে থাকছে এই ট্যাবলো?

Sep 17, 2024 | 7:03 PM

Pujoy Pulse: পুজো পুজো আমেজকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে চলে এল 'পুজোর পালস'। এই সফরে সঙ্গী হল টিভি ৯ বাংলাও। ক্যান্ডি দুনিয়ার অন্য়তম সেরার সেরা ব্র্যান্ড 'পালস ক্যান্ডি'। আগামী ২১ তারিখ থেকে প্রতি বছরের মতো রাজ্যের নানা শহরে ঘুরে বেড়বে 'পালস ক্যান্ডি' ও টিভি ৯ বাংলার ট্যাবলো।

Pujoy Pulse: একগুচ্ছ উপহার নিয়ে পুজোর শহরে আসছে পুজোয় পালস! কোথায় কবে থাকছে এই ট্যাবলো?

Follow Us

বেজে গিয়েছে পুজোর বাদ্যি। নীল আকাশে, পেঁজা তুলোর মতো মেঘ, আর মাঠেঘাটে ফুটে থাকা কাশফুল জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর কেনাকাটা। বেশিরভাগ জায়গায় প্রতিমার গায়ে একমেটের কাজ প্রায় শেষ করে এবার দুমেটের পালা। আর এই পুজো পুজো আমেজকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে চলে এল ‘পুজোয় পালস’। ক্যান্ডি দুনিয়ার অন্য়তম সেরার সেরা ব্র্যান্ড ‘পালস ক্যান্ডি’র উদ্যোগে এই আয়োজন। তাঁদের এই সফরে সঙ্গী টিভি ৯ বাংলাও।  আগামী ২১ তারিখ থেকে প্রতি বছরের মতো রাজ্যের নানা শহরে ঘুরে বেড়বে ‘পালস ক্যান্ডি’ ও টিভি ৯ বাংলার ট্যাবলো।

আগামী ২৮ দিন ধরে রাজ্যের ২২ শহরে দেখা পাওয়া যাবে বিশেষ এই ট্যাবলোর। পালস ক্যান্ডির মতোই টক-মিষ্টি-ঝাল মেশানো হতে চলেছে এই সফর। চাইলে আমাদের এই সফর সঙ্গী হতে পারেন আপনারাও। কী ভাবে? যেদিন যেখানে এই ট্যাবলো যাবে সেদিন কিন্তু সাধারণ মানুষকে নিয়েই আয়োজন করা হবে নানা ধরনের প্রতিযোগিতার। যা জিততে পারলে পেয়ে যাবেন আকর্ষণীয় সব পুরস্কারও। গত বছর এক প্রতিযোগী জিতে নিয়েছেন চারচাকা গাড়ি। শুধু তাই নয়, উৎসব-প্রতিযোগিতার সঙ্গেই ২২ শিল্পীর জীবন নিয়ে থাকবে তাঁদের নানা নতুন গল্প-কথা, থাকবে তাঁদের তাঁদের জীবনের নানা অজানা গল্প জানার সুযোগও। তাই এই সব আনন্দের স্বাদ নিতে গেলে কিন্তু আপনাকে ঠিক দিন ঠিক সময়ে পৌঁছে যেতে হবে ট্যাবলোর কাছে। জানেন ‘পুজোয় পালস’-এর ট্যাবলো কবে কোথায় থাকছে? রইল সেই তালিকা।

 

 

দিন  তারিখ  শহর (প্রথম ট্যাবলো) 

রুট ১ 

শহর (দ্বিতীয় ট্যাবলো)

রুট ২

দিন ১ ২১/০৯/২৪ শনিবার কলকাতা কলকাতা 
দিন ২ ২২/০৯/২৪ রবিবার কলকাতা  কলকাতা
দিন ৩ ২৩/০৯/২৪ সোমবার বারাসাত খড়্গপুর
দিন ৪ ২৪/০৯/২৪ মঙ্গলবার বারাসাত খড়্গপুর
দিন ৫ ২৫/০৯/২৪ বুধবার ব্যারাকপুর কাঁথি
দিন ৬ ২৬/০৯/২৪ বৃহস্পতিবার ব্যারাকপুর কাঁথি
দিন ৭ ২৭/০৯/২৪ শুক্রবার রানাঘাট হলদিয়া 
দিন ৮ ২৮/০৯/২৪ শনিবার রানাঘাট হলদিয়া 
দিন ৯ ২৯/০৯/২৪ রবিবার কৃষ্ণনগর সফর
দিন ১০ ৩০/০৯/২৪ সোমবার কৃষ্ণনগর হাওড়া
দিন ১১  ০১/১০/২৪ মঙ্গলবার বহরমপুর হাওড়া
দিন ১২ ০২/১০/২৪ বুধবার গান্ধী জয়ন্তী  গান্ধী জয়ন্তী
দিন ১৩ ০৩/১০/২৪ বৃহস্পতিবার বহরমপুর  বাঁকুড়া
দিন ১৪ ০৪/১০/২৪ শুক্রবার ,মালদা বাঁকুড়া
দিন ১৫ ০৫/১০/২৪ শনিবার মালদা বর্ধমান
দিন ১৬ ০৬/১০/২৪ রবিবার রায়গঞ্জ বর্ধমান
দিন ১৭ ০৭/১০/২৪ সোমবার রায়গঞ্জ বোলপুর
দিন ১৮ ০৮/১০/২৪ মঙ্গলবার ইসলামপুর বোলপুর
দিন ১৯ ০৯/১০/২৪ 

বুধবার

সফর  দুর্গাপুর
দিন ২০  ১০/১০/২৪ বৃহস্পতিবার শিলিগুড়ি  দুর্গাপুর
দিন ২১ ১১/১০/২৪ শুক্রবার ছুটির দিন  ছুটির দিন
দিন ২২ ১২/১০/২৪ শনিবার শিলিগুড়ি আসানসোল
দিন ২৩ ১৩/১০/২৪ 

রবিবার

দশমী  দশমী
দিন ২৪ ১৪/১০/২৪ সোমবার শিলিগুড়ি আসানসোল
দিন ২৫ ১৫/১০/২৪ মঙ্গলবার জলপাইগুঁড়ি পুরুলিয়া
দিন ২৬ ১৬/১০/২৪ 

বুধবার

জলপাইগুঁঁড়ি পুরুলিয়া
দিন ২৭ ১৭/১০/২৪ বৃহস্পতিবার কোচবিহার সমাপ্তি 
দিন ২৮ ১৮/১০/২৪ শুক্রবার কোচবিহার
সমাপ্তি

 

Next Article