শনিবার বাতিল হাওড়ার একাংশের ট্রেন চলাচল, যাত্রী ভোগান্তির আশঙ্কা

ঋদ্ধীশ দত্ত |

Feb 25, 2021 | 9:55 PM

শালিমার স্টেশনকে আরও উন্নততর করে তোলার কাজের জন্য শনিবার দক্ষিণ-পূর্ব (South Eastern Rail) শাখায় ৩ জোড়া মেল ও এক্সপ্রেস-সহ ৩৪ টি আপ এবং ৩৩ টি ডাউন লোকাল ট্রেন (Local Train) বাতিল করা হয়েছে।

শনিবার বাতিল হাওড়ার একাংশের ট্রেন চলাচল, যাত্রী ভোগান্তির আশঙ্কা
ফাইল ছবি

Follow Us

কলকাতা: সপ্তাহান্তে ভোগান্তি বাড়তে চলেছে হাওড়া (Howrah)-খড়্গপুর রুটের নিত্যযাত্রীদের। শালিমার স্টেশনকে আরও উন্নততর করে তোলার কাজের জন্য শনিবার দক্ষিণ-পূর্ব (South Eastern Rail) শাখায় ৩ জোড়া মেল ও এক্সপ্রেস-সহ ৩৪ টি আপ এবং ৩৩ টি ডাউন লোকাল ট্রেন (Local Train) বাতিল করা হয়েছে। একই কারণে রবিবারও সময়সীমা পরিবর্তন হয়েছে একাধিক ট্রেনের। সূত্রের খবর, শনিবার সকাল ৯ টা ৫০ থেকে বিকাল ৪ টে ৫০ পর্যন্ত ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। রবিবার তা আংশিক চালু হলেও পরিষেবা স্বাভাবিক হবে না বলাই যায়।

আসলে শালিমার স্টেশনকে কোচিং টার্মিনাল হিসেবে তৈরি করার প্রক্রিয়া চলছে। আগামিদিনে যাতে দূরপাল্লার ট্রেন শালিমার স্টেশন সহজে ঢোকানো যায় এবং হাওড়া স্টেশনের চাপ হালকা করা যায় তার জন্যই এই উদ্যোগ। এই কারণে তৈরি করা হচ্ছে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের লিংক লাইন। পাশাপাশি তৈরি করা হচ্ছে একটি ওভারব্রিজ। সেই কারণে এই ট্রেনগুলি বাতিল করা হবে।

লোকার ট্রেন-সহ শনিবার বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে। তবে যাত্রী সুবিধার জন্য বেশ কয়েকটি ট্রেন বাউরিয়া স্টেশন থেকে চালানো হবে। কয়েকটি দূরপাল্লা এবং প্যাসেঞ্জার ট্রেনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। কয়েকটি দূরপাল্লার ট্রেনের রুট আবার কমিয়ে স্বল্পদৈর্ঘ্যের করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এ বার যে কোনও জায়গায় চলে যাব…খুঁজে বেড়াবে, আমাকে কোথায় পাবে কোনও ঠিক নেই: মমতা

কোন ট্রেনগুলি বাতিল হল?

বাতিল হওয়া মেল ও এক্সপ্রেস ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল, হাওড়া-পুরুলিয়া স্পেশাল ও হাওড়া-দীঘা স্পেশাল। এ বাদে হাওড়া থেকে মেদিনীপুর, পাঁশকুড়া, খড়্গপুর, মেচেদা, সাঁতরাগাছি, দীঘা, শালিমারগামী প্রায় বেশিরভাগ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যদিও বাউরিয়া স্টেশন থেকে বেশ কয়েকটি লোকাল ট্রেন যাত্রী সুবির্ধাথে চালানো হবে। তবে তার সংখ্যা হাতে গোনা। এ বাদে বাতিল না হওয়া দূরপাল্লার ট্রেনগুলির সময় বদলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ব্রিগেডের আগের দিন আইএসএফ-র সঙ্গে আসন রফায় বসবে কংগ্রেস

Next Article