Locket Chatterjee: ‘দয়া করে ওঁকে চাপাবেন না’, লোকসভা নির্বাচনের আগে বড় কেস অভিনেত্রী লকেটের

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 07, 2024 | 10:46 AM

Locket Chatterjee: বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক বলেন, "লকেট চট্টোপাধ্যায় আবার হুগলি থেকে জিতে সাংসদ হবেন। তৃণমূলের আপামর নেতারা দুর্নীতিতে ডুবে রয়েছেন। সেদিক থেকে নজর ঘোরাতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই পোস্টার মারা হয়েছে।

Locket Chatterjee: দয়া করে ওঁকে চাপাবেন না, লোকসভা নির্বাচনের আগে বড় কেস অভিনেত্রী লকেটের
লকেট চট্টোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি:   লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না, এই মর্মে পোস্টার পড়ল বৈদ্যবাটি, শেওড়াফুলি ও শ্রীরামপুরে। সামনেই লোকসভা ভোট। স্থানীয় স্তরে শুরু হয়েছে চর্চা কে কোথায় প্রার্থী হবেন! ২০১৯ সালের লোকসভা ভোটে হুগলিতে জিতে সাংসদ হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়।সেই হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। পোস্টারে লেখা হয়েছে, “কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।” এই কথার নীচে বন্ধনীতে লেখা হয়েছে, “দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী।” শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর-সহ একাধিক জায়গায় দেখা গেছে এমন পোস্টার। আর এনিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা।

বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক বলেন, “লকেট চট্টোপাধ্যায় আবার হুগলি থেকে জিতে সাংসদ হবেন। তৃণমূলের আপামর নেতারা দুর্নীতিতে ডুবে রয়েছেন। সেদিক থেকে নজর ঘোরাতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই পোস্টার মারা হয়েছে।এসব করে লাভ হবে না বিজেপি ৪০০ আসন নিয়ে আবার সরকার গড়বে নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী হবেন।”

তৃণমূল হুগলি জেলা সহ সভাপতি বিধায়ক অসিত মজুমদার বলেন, “শুনলাম শ্রীরামপুর লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে পোস্টার পরেছে বিজেপির নাম দিয়ে।বাংলায় ৪২ টাই তৃনমূল জিতবে কোথাও পালিয়ে বাঁচা যাবে না। হুগলিতে দাঁড়ালে এবার পাঁচ লক্ষ ভোটে হারবে তাই শ্রীরামপুর পালাচ্ছে।” তাঁর কথায়, “৪২ টা আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। আর শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে লকেটকে বিজেপিই হারাবে।”

Next Article