AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yousuf Pathan VIDEO: ইউসুফ পাঠান বিজেপির? সাংবাদিকের প্রশ্ন শুনেই…

Murshidabad: বহরমপুর লোকসভা কেন্দ্রের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী। এবারও কংগ্রেসের প্রার্থী তিনি। খেলার জগতে ইউসুফ পাঠান বিশ্বখ্যাত নাম। তবে রাজনীতির ময়দানে তিনি একেবারেই নতুন মুখ। মার্চের ব্রিগেড সভা থেকে তাঁর নাম ঘোষণা করে সকলকে একেবারে চমকে দিয়েছিল তৃণমূল।

Yousuf Pathan VIDEO: ইউসুফ পাঠান বিজেপির? সাংবাদিকের প্রশ্ন শুনেই...
ইউসুফ পাঠান। Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 22, 2024 | 12:15 AM
Share

মুর্শিদাবাদ: বহরমপুরে বিজেপির দু’জন প্রার্থী তত্ত্ব শুনিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীরের নিশানায় ছিল ইউসুফ পাঠান। এবার পাল্টা অধীরকে জবাব বহরমপুরের তৃণমূল প্রার্থী পাঠানের। বললেন, গুজরাট তাঁর জন্মভূমি আর বাংলা তাঁর কর্মভূমি। পাঠানের সংযোজন, বাংলার জন্য, বহরমপুরের জন্য আগামিদিনে আরও কাজ করতে চান তিনি।

সম্প্রতি অধীর চৌধুরী বলেন, তাঁকে দিল্লিতে এক সাংবাদিক বলেছেন, বহরমপুরে বিজেপির দুই প্রার্থী আছে, সেটা যেন মাথায় রেখে চলেন। বিজেপি প্রার্থী নির্মল সাহা ছাড়াও অধীরের বক্তব্যে প্রচ্ছন্ন ছিল ইউসুফের নাম। অধীর এও বলেন, তৃণমূল এখানে জিততে চায় না। তৃণমূলের একটাই লক্ষ্য, অধীর চৌধুরীকে হারানো। বহরমপুর লোকসভা কেন্দ্রের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী। এবারও কংগ্রেসের প্রার্থী তিনি। খেলার জগতে ইউসুফ পাঠান বিশ্বখ্যাত নাম। তবে রাজনীতির ময়দানে তিনি একেবারেই নতুন মুখ।

মার্চের ব্রিগেড সভা থেকে তাঁর নাম ঘোষণা করে সকলকে একেবারে চমকে দিয়েছিল তৃণমূল। সেই পাঠান বৃহস্পতিবার থেকে প্রচারে নামলেন। প্রথম দিনই ঝড় তুললেন প্রচারে। জনসংযোগ থেকে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব। বুঝিয়ে দিলেন, ২২ গজে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলানোর মতই রাজনীতির ময়দানেও চেষ্টা করবেন সব বলই বাউন্ডারির বাইরে পাঠাতে।