মালদহ: তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িকের মধ্যেই এবার ব্যতিক্রমী ঘটনা। বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেন মালদা (Maldha) জেলা বিজেপি সভাপতির ভাইপো।
গাজোল ব্লকের বহিরগাছি ১ নম্বর অঞ্চলে তৃণমূলের কর্মীসভায় জেলা বিজেপির সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডলের ভাইপো কাশীনাথ মণ্ডল ঘাসফুল পতাকা হাতে তুলে নেন। এদিন বিজেপির প্রায় ১০০ কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর বাবলা সরকারের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি হয়। তিনি নিজেই তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা কাশীনাথ মণ্ডলের হাতে তুলে দেন। তাঁর কথায়, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে বিজেপি ছেড়ে দিয়ে সকলেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।”
আরও পড়ুন: শুভেন্দুর রোড শো-র মধ্যেই ঝড়ের গতিতে ঢুকে পড়ল ঘাস ফুল পতাকা লাগানো গাড়ি, তারপর…
এপ্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, “আমার একথা বিশ্বাস হয় না। আমার পরিবারের কেউ কোনওদিনও সিপিএম, কংগ্রেস, তৃণমূল করেননি। সকলেই প্রথম থেকে বিজেপি করেছেন। আমি খোঁজ নিয়ে দেখছি কী ব্যাপার। হতে পারে প্রচারের জন্য এসব করা হচ্ছে।”