মালদা: জব কার্ড হাতে পেতে গেলে, সময় দিতে হবে একান্তে, থাকতে হবে তাঁর সঙ্গে! এক মহিলাকে জব কার্ড দেওয়ার বদলে সহবাসের প্রস্তাব দিলেন সুপাইভাইজার এবং না মানায় বারবার অশালীন প্রস্তাব, এমন অভিযোগেই তোলপাড় মালদার যদুপুরের পঞ্চায়েত দফতর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতে জব কার্ড দেওয়ার কাজ চলছিল। যদুপুর গ্রামের এক গৃহবধূর বয়ান অনুযায়ী, তিনি সুপারভাইজার অমল মণ্ডলের কাছে জব কার্ড চাইতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, তখনই অমল তাঁকে অশালীন ইঙ্গিত করেন। জব কার্ড দেওয়ার বদলে তাঁর সঙ্গে সহবাস করার প্রস্তাব দেন অমল।
আরও অভিযোগ, ফোন করেও ওই গৃহবধূকে একাধিকবার কুপ্রস্তাব দেওয়া হয়েছে। এরপর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। মহিলার দাবি, তৃণমূল পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানান তিনি। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। ফলে সুপারভাইজার আরও বেশি বাড়াবাড়ি করতে থাকে বলে অভিযোগ। এরপর ওই গৃহবধূ পঞ্চায়েত সদস্যকে নিয়ে ইংরেজবাজার ব্লকের বিডিও কাছে লিখিত অভিযোগ করেন।
আরও পড়ুন: ‘গোলি মারো’ স্লোগান তুলে গ্রেফতার তিন বিজেপি নেতা-কর্মী, দেওয়া হল ‘খুনের চেষ্টার’ কেস!
এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসীরা পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে এই বিষয়কে ইস্যু করে রাজনীতি শুরু হয়েছে এলাকায়। স্থানীয়দের বিক্ষোভে শামিল হয়েছে বিজেপিও। এ প্রসঙ্গে বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী সুতপা মুখোপাধ্যায় বলেন, “ওই মহিলাকে শাসানো হচ্ছে। স্বামীকে মেরে ফেলা হবে বলেও হুমকি দিচ্ছে। মোবাইলে বলার কথা সব রেকর্ড করা হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের মুখে এখন কোনও কথা নেই। দুষ্কৃতীরা এতে আরও প্রশ্রয় পাচ্ছে।”
যদিও যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, “আমরা মহিলার অভিযোগের ভিত্তিতে বিডিওকে বিষয়টি জানিয়েছিলাম। বিডিও তদন্ত করে ওই সুপারভাইজারকে ফের বহাল করেছেন।”